Shuru
Apke Nagar Ki App…
মকর সংক্রান্তিতে পাড়া থানার ফতেপুর ড্যাম সংলগ্ন মাঠে ঐতিহ্যবাহী মেলায় দুই রাজ্যের মানুষের ঢল।
Bidyut Mallik
মকর সংক্রান্তিতে পাড়া থানার ফতেপুর ড্যাম সংলগ্ন মাঠে ঐতিহ্যবাহী মেলায় দুই রাজ্যের মানুষের ঢল।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মকর সংক্রান্তিতে পাড়া থানার ফতেপুর ড্যাম সংলগ্ন মাঠে ঐতিহ্যবাহী মেলায় দুই রাজ্যের মানুষের ঢল।1
- পাড়া ব্লকের নডিহা সুরুলিয়া অঞ্চলে জঙ্গলে ভয়াবহ আগুন, খবর পেয়ে লোকজন নিয়ে ঘটনাস্থলে ছুটে যান বন ও ভুমি দপ্তরের কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য।1
- प्रसून बंदोपाध्याय की विषय पर बीजेपी विधायक अग्निमित्र पाल ने दी प्रतिक्रिया1
- ধানের গাদায় হঠাৎ লাগলো আগুন, লক্ষাধিক টাকার ধান নষ্ট হলো পুড়ে। বরাবাজার থানার গোড্ডি গ্রামের করুণাময় গোস্বামীর খামারে রাখা ধানের গাদায় হঠাৎ করেই আগুন লাগে, বুধবার দুপুর নাগাদ। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গ্রামের লোকজন, খবর যায় বরাবাজার থানায়, এবং দমকল বিভাগে, তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন, তিন ঘণ্টা চেষ্টার ফলে আগুন নেভাতে সক্ষম হয় কর্মীরা।3
- বরাবাজারের গোড্ডি গ্রামে ধানের গাদায় আগুন ।অবশেষে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানো যায়। লক্ষাধিক টাকার ক্ষতি হয় গ্রামের ওই চাষীর।1
- एक वायरल वीडियो में मोबाइल की लिथियम-आयन बैटरी को परत-दर-परत खोलते हुए दिखाया गया है। क्लिप में ग्रेफाइट एनोड, कॉपर कलेक्टर और इलेक्ट्रोलाइट से भीगी सेपरेटर लेयर्स नजर आती हैं, जिन्हें छेदने पर आग लगने का खतरा होता है। इस खतरनाक “अनबॉक्सिंग” ने दिखाया कि रोज़मर्रा की टेक्नोलॉजी अंदर से कितनी संवेदनशील होती है। #viralreels #science #tech #battery #lithiumion #smartphone #techfacts #reelsinstagram1
- কাঁকসায় ফাঁকা বাড়িতে লাগাতার চুরি। মধ্যপ্রদেশ থেকে মূল পান্ডাকে ধরে নিয়ে এলো কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। সাব ইন্সপেক্টর নিরঞ্জন মুখোপাধ্যায়ের নেতৃত্বে মলানদিঘী একটি দল সেখানে হানা দেয়। তারপরেই গ্রেফতার হয় সে। ধৃতের নাম বিষ্ণু সিমদাদ। মধ্যপ্রদেশের কোন্ডালিয়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, কাঁকসার আড়া এলাকায় একাধিক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। তদন্তে নেমেছিল কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। তদন্তের ভিত্তিতে কয়েকমাস আগে ৩জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদেরকে জেরা করে মূল পান্ডার নাম জানা যায়। তারপরেই বিষ্ণু সিমদাদের নাম উঠে আসে। তারপরেই সাব ইন্সপেক্টর নিরঞ্জন মুখোপাধ্যায়ের নেতৃত্বে কাঁকসা থানার একটি দল মধ্যপ্রদেশে হানা দেয়। তারপরেই গোপন সূত্রে খবর পায় কোন্ডালিয়া এলাকায় লুকিয়ে রয়েছে বিষ্ণু। তারপর সেখানে হানা দিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। বুধবার সন্ধ্যায় নিয়ে আসা হয় কাঁকসা থানায়। বৃহস্পতিবার ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। তারপরেই ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চালানো হবে। কাঁকসার এসিপি রাজকুমার মালাকার বলেন,"ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালানো হবে।"1
- প্রাচীন ঐতিহ্য মেনে পাড়া থানার রাহেরডিতে অনুষ্ঠিত হলো মকর সংক্রান্তির বাঘ পাথরের মেলা।1