Shuru
Apke Nagar Ki App…
নমশূদ্র উদবাস্তু সেলের ব্লক কমিটি এবং গ্রাম পঞ্চায়েত কমিটি ঘোসোনা কোরা হোলো. বানারহাট 1নং এবং 2নং গ্রাম পঞ্চায়েতের সভাপতি শ্রী সুব্রত বিশ্বাস,চামুর্চি গ্রাম পঞ্চায়েত সভাপতি গৌতম নট্টো,শালবাড়ি 1নং গ্রাম পঞ্চায়েত সভাপতি রাধা বল্লব সরকার,শালবাড়ি 2নং গ্রাম পঞ্চায়েত সভাপতি অভিজিৎ সাহা, সাকোয়াজোড়া 1নং গ্রাম পঞ্চায়েত সভাপতি লেলিন মজুমদার, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত সভাপতি প্রদীপ রায় নির্বাচিত হয়েছে।নমশূদ্র উদ্বাস্তু সেল ব্লক কমিটি ৪৫ জন কে নিয়ে ঘোষনা করা হলো
Joy Roy
নমশূদ্র উদবাস্তু সেলের ব্লক কমিটি এবং গ্রাম পঞ্চায়েত কমিটি ঘোসোনা কোরা হোলো. বানারহাট 1নং এবং 2নং গ্রাম পঞ্চায়েতের সভাপতি শ্রী সুব্রত বিশ্বাস,চামুর্চি গ্রাম পঞ্চায়েত সভাপতি গৌতম নট্টো,শালবাড়ি 1নং গ্রাম পঞ্চায়েত সভাপতি রাধা বল্লব সরকার,শালবাড়ি 2নং গ্রাম পঞ্চায়েত সভাপতি অভিজিৎ সাহা, সাকোয়াজোড়া 1নং গ্রাম পঞ্চায়েত সভাপতি লেলিন মজুমদার, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত সভাপতি প্রদীপ রায় নির্বাচিত হয়েছে।নমশূদ্র উদ্বাস্তু সেল ব্লক কমিটি ৪৫ জন কে নিয়ে ঘোষনা করা হলো
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- পিকনিক চলাকালীন মারধরে মৃত্যু, তদন্তে গতি পুলিশের1
- পিকনিকের বচসা থেকে নৃশংস খুন, বাগডোগরায় গ্রেফতার দুই অভিযুক্ত!1
- বিড়াল দেখ কেমন করছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন1
- মালদার কালিয়াচক থানার কাশিম নগর নিচুপাড়ার। গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক জামালুদ্দিন সেখ। তিনি পেশায় জল ব্যবসায়ী। বন্দুকের বাঁট দিয়ে মারা হয় তাঁর ছেলে সামিম সেখ এবং ভাইপো সাদ্দাম সেখকে। অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী বাবর আলী ও তাঁর ছেলে হেদায়েত এই ঘটনার পর পলাতক। দুদিন আগে গ্রামে ক্রিকেট খেলা নিয়ে গন্ডগোল বাঁধে। যা নিয়ে গতকাল সালিশি সভা হয়। সেখানেও বিবাদ বাধে। এরপর আজ সকালে জামালুদ্দিন শেখকে জল নেওয়ার নাম করে বাড়িতে ডাকে বাবর আলী। এরপর বাড়িতে ঢুকিয়ে অভিযুক্তরা জামালুদ্দিন সেখকে গুলি মারে। পিঠে গুলি লাগে তার। খবর পেয়ে তার ছেলে শামীম শেখ এবং তার ভাতিজা সাদ্দাম শেখ গেলে তাদেরকে বন্ধুকে বাট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ এবং আক্রান্তরা এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। জানান মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি।1
- সোনালীর খাতুনের সন্তানের নামকরণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর করে বাংলাদেশে দিল্লি পুলিশ পুশব্যাক করেছিল সোনালী খাতুনকে তেমনটাই অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। গর্ভবতী সোনালীর উপর হয়েছিল একাধিক অত্যাচার। পরে রাজ্য সরকারের উদ্যোগে মামলা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছয় মাস পর দেশে ফিরে আসেন সোনালী। সেই সোনালীই জন্ম দিয়েছেন ফুটফুটে এক পুত্র সন্তানের। আর এবার তাঁর নাম রেখেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনালী ছোট্ট সন্তানের নাম রাখলেন ‘আপন’। মঙ্গলবার বিকেলে রামপুরহাটের বিনোদপুরে জনসভা শেষ করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে সোনালীর সাথে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনালীর সমস্ত বিষয়ে খোঁজ-খবর নেন তিনি, এখনো সোনালী স্বামীর সহ যারা বাংলাদেশে আটকে আছে তাদের ফিরিয়ে আনার আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোনালীর আবদার মত তার সন্তানের নাম করন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।1
- ভরতপুরের আমলাই পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পের ১৭৯৬ মিটার দীর্ঘ রাস্তা নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন1
- চ্যাংড়াবান্দায় নাম সংকীর্তনের সূচনা 20261
- সকালবেলা ব্যাংকে গুলি, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা1
- ভারত–নেপাল সীমান্তে চাঞ্চল্য, সেনাকর্মীর বাড়ি থেকে সর্বস্ব লুট চোরের!1