Shuru
Apke Nagar Ki App…
হিন্দু ধার্মিক অনুষ্ঠানে রক্তদান করলেন মুসলিম ভাইয়েরা । গত ২৫শে ডিসেম্বর শুরু হয়েছে বাঁকলেশ্বরী কালির বাৎসরিক পুজো ও তৃনাঙ্কুর উৎসব। স্বেচ্ছাসেবী সংগঠন "তৃনাঙ্কুর" এর উদ্যোগে এই উৎসব চলবে আগামী 30 ডিসেম্বর পর্যন্ত । বিভিন্ন দিন রয়েছে ধার্মিক, সাংস্কৃতিক, সামাজিক বিভিন্ন কর্মসূচি । শনিবার সকালে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির । শিবিরটির সূচনা করেন পাণ্ডবেশ্বর এর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । শিবিরে রক্ত দান করেন 50 জন মুসলিম পুরুষ ও মহিলা । হিন্দু সম্প্রদায়ের কোন ধার্মিক অনুষ্ঠানে দৃষ্টান্ত হয়ে থাকলো মুসলিম পুরুষ, মহিলাদের স্বেচ্ছাই রক্তদানের ঘটনা । রক্তদাতা এক জন বলেন ধর্ম নিজের নিজের কিন্তু উৎসব সবার । তাছাড়া রক্তের কোন ধর্ম হয় না, রক্তদান একটি মহান কাজ , সেই কাজে অংশ নিতে পেরে গর্ববোধ করছি বলে জানান।
Sanatan Garai
হিন্দু ধার্মিক অনুষ্ঠানে রক্তদান করলেন মুসলিম ভাইয়েরা । গত ২৫শে ডিসেম্বর শুরু হয়েছে বাঁকলেশ্বরী কালির বাৎসরিক পুজো ও তৃনাঙ্কুর উৎসব। স্বেচ্ছাসেবী সংগঠন "তৃনাঙ্কুর" এর উদ্যোগে এই উৎসব চলবে আগামী 30 ডিসেম্বর পর্যন্ত । বিভিন্ন দিন রয়েছে ধার্মিক, সাংস্কৃতিক, সামাজিক বিভিন্ন কর্মসূচি । শনিবার সকালে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির । শিবিরটির সূচনা করেন পাণ্ডবেশ্বর এর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । শিবিরে রক্ত দান করেন 50 জন মুসলিম পুরুষ ও মহিলা । হিন্দু সম্প্রদায়ের কোন ধার্মিক অনুষ্ঠানে দৃষ্টান্ত হয়ে থাকলো মুসলিম পুরুষ, মহিলাদের স্বেচ্ছাই রক্তদানের ঘটনা । রক্তদাতা এক জন বলেন ধর্ম নিজের নিজের কিন্তু উৎসব সবার । তাছাড়া রক্তের কোন ধর্ম হয় না, রক্তদান একটি মহান কাজ , সেই কাজে অংশ নিতে পেরে গর্ববোধ করছি বলে জানান।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- হিন্দু ধার্মিক অনুষ্ঠানে রক্তদান করলেন মুসলিম ভাইয়েরা । গত ২৫শে ডিসেম্বর শুরু হয়েছে বাঁকলেশ্বরী কালির বাৎসরিক পুজো ও তৃনাঙ্কুর উৎসব। স্বেচ্ছাসেবী সংগঠন "তৃনাঙ্কুর" এর উদ্যোগে এই উৎসব চলবে আগামী 30 ডিসেম্বর পর্যন্ত । বিভিন্ন দিন রয়েছে ধার্মিক, সাংস্কৃতিক, সামাজিক বিভিন্ন কর্মসূচি । শনিবার সকালে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির । শিবিরটির সূচনা করেন পাণ্ডবেশ্বর এর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । শিবিরে রক্ত দান করেন 50 জন মুসলিম পুরুষ ও মহিলা । হিন্দু সম্প্রদায়ের কোন ধার্মিক অনুষ্ঠানে দৃষ্টান্ত হয়ে থাকলো মুসলিম পুরুষ, মহিলাদের স্বেচ্ছাই রক্তদানের ঘটনা । রক্তদাতা এক জন বলেন ধর্ম নিজের নিজের কিন্তু উৎসব সবার । তাছাড়া রক্তের কোন ধর্ম হয় না, রক্তদান একটি মহান কাজ , সেই কাজে অংশ নিতে পেরে গর্ববোধ করছি বলে জানান।1
- एक गांव के कार्यक्रम में दादी का नाच सोशल मीडिया पर दिल जीत रहा है। उम्र की सीमाएं तोड़ती उनकी ऊर्जा और मुस्कान लोगों को प्रेरित कर रही है। वीडियो बता रहा है कि खुशी उम्र नहीं देखती, बस जीने का हौसला चाहिए। #dancereels #dancelover #livelife #viralreels #explorepage1
- বিষ্ণুপুর মেলা নিয়ে সৌমিত্র অপারেশন1
- SIR-এ নাম সংশোধনে প্রয়োজন নেই এফিডেভিটের : বললেন কান্দি মহকুমা শাসক1
- বিয়ের গাড়ির বেপরোয়া গতিতে তছনছ শান্ত সকাল সালারে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী।1
- সান্টারুপী পুলিশের কাছ থেকে লক্ষাধিক টাকা ও 45 টি মোবাইল ফিরে পাওয়ায় আনন্দের জোয়ারে মাতলো এলাকাবাসীরা বলাগড়ে1
- ২৫শে ডিসেম্বরের গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার ডিহিপলসায়। ২৬ শে ডিসেম্বর অর্থাৎ শুক্রবারের সকালে সেই ছবি নজরে আসতেই গ্রামবাসীরা থ। পাড়া-প্রতিবেশীরা জানান বড়দিনের গভীর রাত,প্রায় দেড়টা নাগাদ বকুলতলার দিক থেকে এক মারুতি ভ্যান ডিহিপলসা বাস স্টপের কিছুটা আগে রাস্তার ডান দিকের লোহার গার্ড রেলিং এ ধাক্কা দেয়। চালকের এক পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। চালকসহ ওই গাড়িতে মোট ৬ জন ছিল। অন্যান্যরাও কমবেশি আহত। রাতে টহলরত দাসপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠায়। চালকের পায়ের খন্ডাংশও কাপড়ে মুড়ে নিয়ে যায়। জানা গেছে গাড়ির মালিকের নাম সেখ আজিজুল আলি। বাড়ি কেশপুরের মুকবসান এলাকায়। আজিজুল জানায় ওই রাতে তারা ধূলাগড় এলাকা থেকে ফিরছিলেন। গ্রামের এক ছেলে ধূলাগড়ে কাজ করে। তাকে নিয়ে বাড়ি ফেরার পথে চালকের ঘুম এসে যাওয়ায় এই দুর্ঘটনা। চালকের আসনে ছিলেন ওই গ্রামেরই বাসিন্দা বছর ৪৫ এর সেক আশাদুল। তার অবস্থা আশঙ্কাজনক। রাতেই ঘাটাল থেকে তাকে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।1
- রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআরের শুনানি। দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ও চলছে শুনানি প্রক্রিয়া। একজন করে মাইক্রো অব সার্ভার একজন করে ইআরও রয়েছেন। নজরদারি চালাচ্ছেন পুলিশের আধিকারিকরা। সকাল থেকেই ভিড় জমাচ্ছেন শুনানির জন্য বিজ্ঞপ্তি পাওয়া মানুষজন1