আই প্যাক অফিসে ইডি হামলার বিরুদ্ধে বিক্ষোভ ও ধিক্কার মিছিল করেন মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকায়।বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিল বের করা হয়।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আই প্যাক অফিসে ইডি হামলার প্রতিবাদ বৃহস্পতিবার সন্ধ্যায় ইডির বিরুদ্ধে বিজেপি হটাও এই স্লোগান কে সামনে রেখে বিক্ষোভ ও ধিক্কার মিছিল করে গোটা বুলবুলচন্ডী এলাকায় পরিক্রমা করে। উপস্থিত ছিলেন হবিবপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার,আই এন টি টি ইউসি সভাপতি,পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা,সহ অন্যান্য নেতৃত্ব।এবিষয়ে তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি স্বপন সরকার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাক অফিসে আচমকা ইডি হানার। বিজেপি পরিচালিত ইডির এই আচমকা হানার বিরুদ্ধে বা হামলার বিরুদ্ধে ধিক্কার ও বিক্ষোভ মিছিল করা হয়। ইডির এই হানাকে আমরা ধিক্কার জানাই।বিজেপি পরিচালিত এই ষড়যন্ত্র করে আইপ্যাক অফিসে ইডির তল্লাশীর বিরুদ্ধে ধিক্কার ও বিক্ষোভ মিছিল করা হয়।
আই প্যাক অফিসে ইডি হামলার বিরুদ্ধে বিক্ষোভ ও ধিক্কার মিছিল করেন মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এলাকায়।বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিল বের করা হয়।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আই প্যাক অফিসে ইডি হামলার প্রতিবাদ বৃহস্পতিবার সন্ধ্যায় ইডির বিরুদ্ধে বিজেপি হটাও এই স্লোগান কে সামনে রেখে বিক্ষোভ ও ধিক্কার মিছিল করে গোটা বুলবুলচন্ডী এলাকায় পরিক্রমা করে। উপস্থিত ছিলেন হবিবপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার,আই এন টি টি ইউসি সভাপতি,পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা,সহ অন্যান্য নেতৃত্ব।এবিষয়ে তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি স্বপন সরকার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাক অফিসে আচমকা ইডি হানার। বিজেপি পরিচালিত ইডির এই আচমকা হানার বিরুদ্ধে বা হামলার বিরুদ্ধে ধিক্কার ও বিক্ষোভ মিছিল করা হয়। ইডির এই হানাকে আমরা ধিক্কার জানাই।বিজেপি পরিচালিত এই ষড়যন্ত্র করে আইপ্যাক অফিসে ইডির তল্লাশীর বিরুদ্ধে ধিক্কার ও বিক্ষোভ মিছিল করা হয়।
- ঘরের মেয়ে ঘরে ফেরার পালা।তাই শনিবার সকাল থেকেই ঘরের মেয়েকে শুভেচ্ছা, অভিনন্দন জানাতে মালদার কোতুয়ালি ভবনে চলছে বিশাল কর্মযজ্ঞ।কারণ তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে ঘরওয়াপসি করা গণি পরিবারের সদস্য মৌসম নূর আজই দিল্লি থেকে ফিরছেন মালদায়। তিনি বেলা ১টা নাগাদ ট্রেনে চেপে মালদা টাউন স্টেশনে নামবেন। সেখান থেকে কংগ্রেস নেতাকর্মীরা তাকে নিয়ে র্যালি করে যাবেন কোতুয়ালির গণি ভবনে। এরপর সেখানে কংগ্রেস নেতাকর্মীরা শুভেচ্ছা, অভিনন্দন জানাবেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানকারী কোতুয়ালি ভবনের সদস্য মৌসম নূরকে। তাই শনিবার সকাল থেকেই মৌসম নূরকে অভিনন্দন জানাতে বিশাল কর্মযজ্ঞ চলছে কোতুয়ালি ভবনে। কোতুয়ালি ভবন সহ আশপাশের এলাকা ছেয়ে গেছে কংগ্রেসের একাধিক নেতৃত্ব সহ মৌসম নূরের ফেস্টুন, ফ্লেক্সে। ঘরের মেয়ে ঘরে ফেরায় মৌসম নূরকে স্বাগত জানাতে আসবেন। জেলার বিভিন্ন প্রান্তের কংগ্রেস নেতাকর্মীরা। তাই. তাদের জন্য থাকছে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা। সেই ব্যবস্থায় যাতে কোন রকম ঘাটতি না থাকে তাই ঘনঘন নজরদারি চালাচ্ছেন জেলা কংগ্রেসের সভাপতি সাংসদ ইশা খান চৌধুরী, জেলা কংগ্রেসের নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম সহ অন্যান্যরা। এখন শুধু অপেক্ষা ঘরের মেয়ে ঘরে ফেরার।2
- Bhatol ,jahani morer kache ..notun tokan akhane abossoi asbe..1
- নলহাটি বিধানসভায় সমাজবাদী পার্টির কর্মী সম্মেলন, জোর প্রস্তুতিতে সংগঠন1
- জঙ্গিপুর মহকুমা হাসপাতালে দীর্ঘদিনের ড্রেন ও জল জমার সমস্যা খতিয়ে দেখতে হঠাৎ পরিদর্শনে বিধায়ক। সঙ্গে ছিলেন জঙ্গিপুরের এসডিও, পিডব্লিউডি ও পৌরসভার ইঞ্জিনিয়াররা।1
- আগ্নেয়াস্ত্র-সহ হোটেল মালিক গ্রেফতার, উদ্ধার ৭ এমএম পিস্তল1
- হিলি: দুই দিনব্যাপী লোকনাথ মহামিলন উৎসব, ভক্তদের ঢল1
- বীরভূমের রামপুরহাটের ভাঁড়সালা পাড়ায় সন্দেহভাজন ঘোরাফেরা, আগ্নেয়াস্ত্র উদ্ধার1
- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোষ পুতুল দাহ করে তীব্র প্রতিবাদ জানাল ৫২ মোথাবাড়ি তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় সংস্থা ইডিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিরোধী দলকে চাপে ফেলার চেষ্টা করছে বিজেপি। সেই অভিযোগের বিরুদ্ধে এদিন পথে নেমে সরব হলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। তৃণমূলের আইপ্যাক অফিসে ইডির আকস্মিক হানার প্রতিবাদে কালিয়াচক দুই ব্লকে তৃণমূল কংগ্রেসের ডাকে মহা মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে সংশ্লিষ্ট এলাকার বিধায়ক কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। বিশাল কর্মী-সমর্থকের ভিড় নিয়ে মিছিল মোথাবাড়ি গ্রীন মার্কেট পর্যন্ত পরিক্রমা করে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পরিক্রমা শেষে মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ে আয়োজিত হয় প্রতিবাদ সভা।“ নেতাদের বক্তব্যে আরও উঠে আসে—এই অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে আগামী দিনেও রাস্তায় নেমে আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।1