Shuru
Apke Nagar Ki App…
Jiabul Haque
More news from Maldah and nearby areas
- খো খো খেলায় এবার নজড় কারতে চলেছে মালদহে ছাত্রীরা। সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলের ছাত্রীরা যাছে খো খো খেলায় রাজ্য স্তরে।রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদহের ১৩ ছাত্রী খো খো খেলায় রাজ্য স্তরের চ্যাম্পিয়ন কেড়ে নেওয়া জোর প্রস্তুতি চলছে মালদহের ছাত্রীদের।খো খো খেলার অ্যাসোসিয়েশনে সদস্য তথা কোচ তাহিদুর রহমান - জানান এবছর খো খো খেলায় উত্তরবঙ্গের চ্যাম্পিয়ন শিরোপা জিতে এসেছে মালদহের ছাত্রীরা।এবার রাজ্য স্তরে খেলতে যাচ্ছে মালদহের মোট ১৩ ছাত্রী তার মধ্যে রয়েছে বেসরকারি ওটু পাবলিক স্কুলের চার জন ছাত্রী মোসা:ফারানা খাতুন,আফরিনা আফরোজ, জুবাইদা খাতুন,সৃজনি ঘোষ সহ রয়েছে গোলাপগঞ্জ হাই স্কুল চার জন,আব্বাসগঞ্জ হাই মাদ্রাসাচার জন, বাঙ্গিটোলা হাই স্কুলের একজন ছাত্রী।মালদহে থেকে রাজ্য স্তরে খেলার জন্য আগামী ১৬ই জানুয়ারি পাড়ি দিতে চলেছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মহিশাদল ব্লকের ঘাশিপুর বিবেকানন্দ বিদ্যামন্দিরের মাঠে।খো খো খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৭,১৮ ও ১৯ শে জানুয়ারি। এই বিষেয়ে ওটু পাবলিক স্কুল (O2) কর্তৃপক্ষ জানান ওটু পাবলিক স্কুলের ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খো খো খেলায় জায়গায় পেয়ে স্কুলের আধিকারিক থেকে শুরু করে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সকলেই খুশি।খো খো খেলায় উত্তরবঙ্গের চ্যাম্পিয়ন্সার হওয়ার পরে এবার রাজ্য স্তরে খেলতে যাচ্ছে। এখন ছাত্রীদের নজর চ্যাম্পিয়ন ট্রফি জিতে আসার।1
- বালুরঘাট–বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার পথে! দক্ষিণ ভারতের সঙ্গে সরাসরি রেল সংযোগে নতুন দিগন্ত1
- ফারাক্কা সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার পর কর্ণধার তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য হাবিব পারভেজ কি প্রতিক্রিয়া দিলেন1
- এসএসবির বড় সাফল্য!১৮৬ গ্রাম সন্দেহভাজন মরফিন উদ্ধার, গ্রেপ্তার ২1
- অজ্ঞাত পরিচয় এক মহিলাকে রাস্তায় পেয়ে তাকে সেবা যত্ন করলেন এলাকাবাসী1
- চলন্ত ক্যামিকেলের ট্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ধুলাগড়ে হাওড়া ধুলাগড়ে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় এলাকায়। জানা গেছে, রাত আনুমানিক ৯টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কের ধুলাগড় পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় একটি চলন্ত ক্যামিকেলের গাড়ির ট্যাঙ্কে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। আগুনের তীব্রতায় ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ও চলাচলরত একাধিক গাড়িতে আগুন লেগে যায় এবং সেগুলি সম্পূর্ণভাবে ভষ্মীভূত হয়ে যায় বলে জানা গেছে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় পুলিশ। পাশাপাশি একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পেট্রোল পাম্পের একেবারে সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সময়মতো দমকল বাহিনী পৌঁছে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনায় বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় এলাকা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পর্যন্ত নেই। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।1
- খো খো খেলায় এবার নজড় কারতে চলেছে মালদহে ছাত্রীরা। সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলের ছাত্রীরা যাছে খো খো খেলায় রাজ্য স্তরে।রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদহের ১৩ ছাত্রী খো খো খেলায় রাজ্য স্তরের চ্যাম্পিয়ন কেড়ে নেওয়া জোর প্রস্তুতি চলছে মালদহের ছাত্রীদের।খো খো খেলার অ্যাসোসিয়েশনে সদস্য তথা কোচ তাহিদুর রহমান - জানান এবছর খো খো খেলায় উত্তরবঙ্গের চ্যাম্পিয়ন শিরোপা জিতে এসেছে মালদহের ছাত্রীরা।এবার রাজ্য স্তরে খেলতে যাচ্ছে মালদহের মোট ১৩ ছাত্রী তার মধ্যে রয়েছে বেসরকারি ওটু পাবলিক স্কুলের চার জন ছাত্রী মোসা:ফারানা খাতুন,আফরিনা আফরোজ, জুবাইদা খাতুন,সৃজনি ঘোষ সহ রয়েছে গোলাপগঞ্জ হাই স্কুল চার জন,আব্বাসগঞ্জ হাই মাদ্রাসাচার জন, বাঙ্গিটোলা হাই স্কুলের একজন ছাত্রী।মালদহে থেকে রাজ্য স্তরে খেলার জন্য আগামী ১৬ই জানুয়ারি পাড়ি দিতে চলেছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মহিশাদল ব্লকের ঘাশিপুর বিবেকানন্দ বিদ্যামন্দিরের মাঠে।খো খো খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৭,১৮ ও ১৯ শে জানুয়ারি। এই বিষেয়ে ওটু পাবলিক স্কুল (O2) কর্তৃপক্ষ জানান ওটু পাবলিক স্কুলের ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খো খো খেলায় জায়গায় পেয়ে স্কুলের আধিকারিক থেকে শুরু করে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সকলেই খুশি।খো খো খেলায় উত্তরবঙ্গের চ্যাম্পিয়ন্সার হওয়ার পরে এবার রাজ্য স্তরে খেলতে যাচ্ছে। এখন ছাত্রীদের নজর চ্যাম্পিয়ন ট্রফি জিতে আসার।1
- খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত মাইনরিটি সেলের সভাপতি শ্রী সাদ্দাম হোসেন1
- সমস্ত রকম জল্পনাকে উপেক্ষা করে অবশেষে কোচবিহার পৌরসভা থেকে পদত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ1