Shuru
Apke Nagar Ki App…
সমস্ত রকম জল্পনাকে উপেক্ষা করে অবশেষে কোচবিহার পৌরসভা থেকে পদত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ
Sazzad Hossain Ahmed
সমস্ত রকম জল্পনাকে উপেক্ষা করে অবশেষে কোচবিহার পৌরসভা থেকে পদত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- *ময়নার তৃণমূল নেতাকে লাইটপোস্টে বেঁধে গণপিটুনি,ময়না থানায় ৬ জনের নামে অভিযোগ দায়ের* ময়নার মল্লিকমোড় এলাকায় ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ ও ল্যাম্প পোস্টে বেঁধে গণপিটুনির ঘটনা ঘটলো শুক্রবার রাতে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূল নেতারা সবসময় তোলা তুলতে ব্যস্ত। আতাউর নামক একজন গরিব মানুষকে বাড়ি করে দেওয়ার নামে তোলা চেয়েছিল ওই বন ও ভূমি কর্মাধ্যক্ষ।কিন্তু আতাউর সেই টাকা না দিয়ে একটি খাস জায়গায় বাড়ি তুলছিল।সেই বাড়ি ভাঙচুর করতে যান সন্দীপন।ঘটনা জানতে পেরে স্থানীয় লোক ক্ষেপে গিয়ে গণপিটুনি দেয় ওই নেতাকে।এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফসল। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি তারা খেলা দেখে বাড়ি ফিরছিলেন সেই সময় দেখেন একটি মসজিদের সামনে কিছু অসামাজিক লোক জোর করে দখল করে রেখেছিল।তাদের উচ্ছেদ করতে গেলে সন্দীপনের সাথে তর্কাতর্কি হয় তাদের।তারপরেই তারা ঘিরে ধরে ল্যাম্প পোস্টে বেঁধে ওই নেতাকে মারধোর করে।আধা ঘন্টা পর উদ্ধার করে ওই নেতাকে স্থানীয় ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।ময়না থানায় ৬ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ওই নেতাকে বর্তমানে তমলুকের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে।1
- খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত মাইনরিটি সেলের সভাপতি শ্রী সাদ্দাম হোসেন1
- বালুরঘাট–বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার পথে! দক্ষিণ ভারতের সঙ্গে সরাসরি রেল সংযোগে নতুন দিগন্ত1
- মালদা:---- আজ ঘরের মেয়ে ঘরে ফেরার পালা।তাই শনিবার সকাল থেকেই ঘরের মেয়েকে শুভেচ্ছা, অভিনন্দন জানাতে মালদার কোতুয়ালি ভবনে চলছে বিশাল কর্মযজ্ঞ।কারণ তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে ঘরওয়াপসি করা গণি পরিবারের সদস্য মৌসম নূর আজই দিল্লি থেকে ফিরছেন মালদায়। তিনি বেলা ১টা নাগাদ ট্রেনে চেপে মালদা টাউন স্টেশনে নামবেন। সেখান থেকে কংগ্রেস নেতাকর্মীরা তাকে নিয়ে র্যালি করে যাবেন কোতুয়ালির গণি ভবনে। এরপর সেখানে কংগ্রেস নেতাকর্মীরা শুভেচ্ছা, অভিনন্দন জানাবেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানকারী কোতুয়ালি ভবনের সদস্য মৌসম নূরকে। তাই শনিবার সকাল থেকেই মৌসম নূরকে অভিনন্দন জানাতে বিশাল কর্মযজ্ঞ চলছে কোতুয়ালি ভবনে। কোতুয়ালি ভবন সহ আশপাশের এলাকা ছেয়ে গেছে কংগ্রেসের একাধিক নেতৃত্ব সহ মৌসম নূরের ফেস্টুন, ফ্লেক্সে। ঘরের মেয়ে ঘরে ফেরায় মৌসম নূরকে স্বাগত জানাতে আসবেন। জেলার বিভিন্ন প্রান্তের কংগ্রেস নেতাকর্মীরা। এই বিষয় জেলা কংগ্রেসের নেতা ভূপেন্দ্রনাথ হালদার কি বলেন শুনুন1
- ফারাক্কা সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার পর কর্ণধার তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য হাবিব পারভেজ কি প্রতিক্রিয়া দিলেন1
- বহরমপুর তৃণমূল কার্যালয়ে জেলা পরিষদ সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ফিরহাদ হাকিমের1
- আর ফেরা হলো না ঘরে!নক্সালবাড়িতে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির।1
- ঘরের মেয়ে ঘরে ফেরার পালা।তাই শনিবার সকাল থেকেই ঘরের মেয়েকে শুভেচ্ছা, অভিনন্দন জানাতে মালদার কোতুয়ালি ভবনে চলছে বিশাল কর্মযজ্ঞ।কারণ তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে ঘরওয়াপসি করা গণি পরিবারের সদস্য মৌসম নূর আজই দিল্লি থেকে ফিরছেন মালদায়। তিনি বেলা ১টা নাগাদ ট্রেনে চেপে মালদা টাউন স্টেশনে নামবেন। সেখান থেকে কংগ্রেস নেতাকর্মীরা তাকে নিয়ে র্যালি করে যাবেন কোতুয়ালির গণি ভবনে। এরপর সেখানে কংগ্রেস নেতাকর্মীরা শুভেচ্ছা, অভিনন্দন জানাবেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানকারী কোতুয়ালি ভবনের সদস্য মৌসম নূরকে। তাই শনিবার সকাল থেকেই মৌসম নূরকে অভিনন্দন জানাতে বিশাল কর্মযজ্ঞ চলছে কোতুয়ালি ভবনে। কোতুয়ালি ভবন সহ আশপাশের এলাকা ছেয়ে গেছে কংগ্রেসের একাধিক নেতৃত্ব সহ মৌসম নূরের ফেস্টুন, ফ্লেক্সে। ঘরের মেয়ে ঘরে ফেরায় মৌসম নূরকে স্বাগত জানাতে আসবেন। জেলার বিভিন্ন প্রান্তের কংগ্রেস নেতাকর্মীরা। তাই. তাদের জন্য থাকছে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা। সেই ব্যবস্থায় যাতে কোন রকম ঘাটতি না থাকে তাই ঘনঘন নজরদারি চালাচ্ছেন জেলা কংগ্রেসের সভাপতি সাংসদ ইশা খান চৌধুরী, জেলা কংগ্রেসের নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম সহ অন্যান্যরা। এখন শুধু অপেক্ষা ঘরের মেয়ে ঘরে ফেরার।2
- নলহাটি বিধানসভায় সমাজবাদী পার্টির কর্মী সম্মেলন, জোর প্রস্তুতিতে সংগঠন1