logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

।।নন্দীগ্রামের বিভিন্ন প্রান্তে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি।। #ndgbangladigital #viralpost2025 #Bhagabanpur #PurbaMedinipur #SuvenduAdhikari #AbhishekBanerjee #IPAC #AllIndiaTrinamoolCongress #Nandigram #MamataBanerjee

1 day ago
user_NDG BANGLA DIGITAL
NDG BANGLA DIGITAL
Reporter নন্দীগ্রাম 1, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
1 day ago

।।নন্দীগ্রামের বিভিন্ন প্রান্তে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি।। #ndgbangladigital #viralpost2025 #Bhagabanpur #PurbaMedinipur #SuvenduAdhikari #AbhishekBanerjee #IPAC #AllIndiaTrinamoolCongress #Nandigram #MamataBanerjee

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • মাকে নিয়ে বিকালবেলা ঘুরতে যাওয়া সময় ক্যামেরা বন্দি করলাম
    1
    মাকে নিয়ে বিকালবেলা ঘুরতে যাওয়া সময় ক্যামেরা বন্দি করলাম
    user_Uday Mondal
    Uday Mondal
    Journalist উলুবেড়িয়া ১, হাওড়া, পশ্চিমবঙ্গ•
    22 hrs ago
  • নিজের নাগরিকত্ব প্রমাণে ১৪ জানুয়ারী দাসপুর ১ ব্লক প্রশাসন দপ্তরে শুনানিতে ডাক ভারতীয় সেনার। এস আই আর এর গেরোয় এবার ভারতীয় সেনা বিভাগে কর্মরত এক সেনা। দাসপুর থানার রাজনগরের বাসিন্দা রতন দিয়ানের বাড়িতে ৮ জানুয়ারী রাতেই সে হেয়ারিং নোটিশ পৌঁছে দিয়েছেন সংশ্লিষ্ট বুথের দায়িত্বপ্রাপ্ত বি এল ও প্রবীর সামন্ত। রতন বাবুর পরিবারকে বলা হয়েছে ১৪ তারিখ উপযুক্ত নথিপত্র নিয়ে ১৪ জানুয়ারী যেন রতন বাবু উপস্থিত থাকেন। অন্যদিকে এই সেনা কর্মী রতন দিয়ান বর্তমানে শিলিগুড়িতে নিজের দায়িত্ব সামলাচ্ছেন। রতনবাবুর সাথে যোগাযোগ করলে তিনি জানান সেনা কর্মী হয়েও তাঁকে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে নোটিশ ধরানো হয়েছে। তিনি বলেন নির্বাচন কমিশন তার কাজ করছে এতে আমি তেমন বিচলিত নই,কিন্তু এই দায়িত্ব ছেড়ে আমার পক্ষে ওই শুনানিতে হাজির থাকা সম্ভব নয়। অন্যদিকে ঘাটাল বিধান সভার রাজনগর পূর্ব অংশের ২৮০ নম্বর  বুথের বি এল ও প্রবীর সামন্ত জানান, এই রতন বাবুর সাথে তার স্বর্গীয় পিতার বয়সের সামঞ্জস্য নেই। তার প্রমান দিতেই নির্বাচন কমিশন হেয়ারিং এ ডেকেছে তিনি শুধুমাত্র তাঁর দায়িত্ব পালনে ওই পরিবারে নোটিশ ধরিয়েছেন। তিনি আরও জানান,বৃহস্পতিবার রাতে কমিশন থেকে এক নতুন নির্দেশ এসেছে তাতে বলা হয়েছে ভারতীয় সেনাদের ক্ষেত্রে হেয়ারিং নিয়ে নিয়ম কিছুটা শিথিল করেছে কমিশন। কমিশনের নতুন নির্দেশে শুনানিতে ডাকা সেনা কর্মীর পরিবের যে কেউ ওই সেনার সাথে নিজের সম্পর্কের প্রমান দিয়ে সেনার হয়ে শুনানিতে হাজির থেকে উপযুক্ত নাগরিকত্ব বিষয়ে তার প্রমাণ গুলি পেশ করতে পারেন।
    1
    নিজের নাগরিকত্ব প্রমাণে ১৪ জানুয়ারী দাসপুর ১ ব্লক প্রশাসন দপ্তরে শুনানিতে ডাক ভারতীয় সেনার। এস আই আর এর গেরোয় এবার ভারতীয় সেনা বিভাগে কর্মরত এক সেনা। দাসপুর থানার রাজনগরের বাসিন্দা রতন দিয়ানের বাড়িতে ৮ জানুয়ারী রাতেই সে হেয়ারিং নোটিশ পৌঁছে দিয়েছেন সংশ্লিষ্ট বুথের দায়িত্বপ্রাপ্ত বি এল ও প্রবীর সামন্ত। রতন বাবুর পরিবারকে বলা হয়েছে ১৪ তারিখ উপযুক্ত নথিপত্র নিয়ে ১৪ জানুয়ারী যেন রতন বাবু উপস্থিত থাকেন। অন্যদিকে এই সেনা কর্মী রতন দিয়ান বর্তমানে শিলিগুড়িতে নিজের দায়িত্ব সামলাচ্ছেন। রতনবাবুর সাথে যোগাযোগ করলে তিনি জানান সেনা কর্মী হয়েও তাঁকে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে নোটিশ ধরানো হয়েছে। তিনি বলেন নির্বাচন কমিশন তার কাজ করছে এতে আমি তেমন বিচলিত নই,কিন্তু এই দায়িত্ব ছেড়ে আমার পক্ষে ওই শুনানিতে হাজির থাকা সম্ভব নয়। অন্যদিকে ঘাটাল বিধান সভার রাজনগর পূর্ব অংশের ২৮০ নম্বর  বুথের বি এল ও প্রবীর সামন্ত জানান, এই রতন বাবুর সাথে তার স্বর্গীয় পিতার বয়সের সামঞ্জস্য নেই। তার প্রমান দিতেই নির্বাচন কমিশন হেয়ারিং এ ডেকেছে তিনি শুধুমাত্র তাঁর দায়িত্ব পালনে ওই পরিবারে নোটিশ ধরিয়েছেন। তিনি আরও জানান,বৃহস্পতিবার রাতে কমিশন থেকে এক নতুন নির্দেশ এসেছে তাতে বলা হয়েছে ভারতীয় সেনাদের ক্ষেত্রে হেয়ারিং নিয়ে নিয়ম কিছুটা শিথিল করেছে কমিশন। কমিশনের নতুন নির্দেশে শুনানিতে ডাকা সেনা কর্মীর পরিবের যে কেউ ওই সেনার সাথে নিজের সম্পর্কের প্রমান দিয়ে সেনার হয়ে শুনানিতে হাজির থেকে উপযুক্ত নাগরিকত্ব বিষয়ে তার প্রমাণ গুলি পেশ করতে পারেন।
    user_Soumen Misra
    Soumen Misra
    Journalist দাসপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • সাতসকালে বাগানের ঝোপের মধ্যে পড়ে রয়েছে এক মহিলার র*/*ক্তা*/ক্ত ও অর্ধ*/*/নগ্ন মৃতদেহ।
    1
    সাতসকালে বাগানের ঝোপের মধ্যে পড়ে রয়েছে এক মহিলার র*/*ক্তা*/ক্ত ও অর্ধ*/*/নগ্ন মৃতদেহ।
    user_Loca news(কৌশিক কাপড়ি )
    Loca news(কৌশিক কাপড়ি )
    Journalist দাসপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    20 hrs ago
  • হাওড়া ধুলাগড়ে ১৬ নং জাতীয় সড়কে কেমিক্যালের গাড়ি থেকে একাধিক গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড।
    1
    হাওড়া ধুলাগড়ে ১৬ নং জাতীয় সড়কে কেমিক্যালের গাড়ি থেকে একাধিক গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড।
    user_JBP NEWS BANGLA
    JBP NEWS BANGLA
    Local News Reporter জগৎবল্লভপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ•
    18 min ago
  • Post by RN
    1
    Post by RN
    user_RN
    RN
    Software Developer Kolkata, West Bengal•
    1 hr ago
  • পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভার অযোধ্যাপুরে,তৃণমূল সরকারের অপশাসন,বেকারত্ব,দুর্নীতি,লুট,নারী নির্যাতন,আইন শৃঙ্খলা তলানিতে তারই প্রতিবাদে বিজেপির পরিবর্তন সংকল্প সভা। এদিন পরিবর্তন সংকল্প সভায় বিরোধী দলনেতার হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন সবং বিধানসভার হেভি ওয়েট তৃণমূল নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি অমল পন্ডা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি সবং বিধানসভা সহ জেলা রাজনৈতিক পটচিত্রে শাসকদলের একদা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তৃণমূলের ঘাটাল সাংগঠনের জেলার চেয়ারপারসন সহ জেলা ও সবং বিধানসভার সাংগঠনিক নেতৃত্ব সামলেছেন। ঘাসফুল ছেড়ে বিজেপিতে যোগদান এদিনের পরিবর্তন সভায় আগামী নির্বাচনে বড়ো প্রভাব ফেলবে আশা গেরুয়া শিবিরের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই রাজ্য সরকারকে একের পর এক তোপ দাগেন। বিরোধী দলনেতা বলেন,তৃণমূলের চোরেরা আজ ডেবরার সভায় আসার আগে তারা কালো পতাকা দেখাবে ঠিক করেছিল,আমিও প্রস্তুত করে এসেছিলাম,কিন্তু সামনে কাউকে দেখতে পায়নি।আর এপ্রিল মাসের পরে এই পরিবারবাদী তোষনবাদী চোরের দল সম্পূর্ণ নির্মূল হবে। আপনারা জানেন যে দেশের যশোশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ফুল বেঁধে দিয়েছেন ছাব্বিশের পরিবর্তনে জয়ের লক্ষ্য পরিবর্তনের সংকল্প।গোটা রাজ্যে ইতিমধ্যে শতাধিক সভা হয়েছে।ভারতীয় জনতা পার্টির 15 কুড়ি জন নেতৃত্ব সাংসদ বিধায়ক, রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী আমরা জনতার দুয়ারে দুয়ারে গিয়ে এই ধরনের বিধানসভা ভিত্তিক সমাবেশের মধ্য দিয়ে এই বাংলার পরিবর্তনকে সুনিশ্চিত করার কাজ করছি এবং নরেন্দ্র মোদীকে বাংলা ফিরিয়ে দেব।।
    1
    পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভার অযোধ্যাপুরে,তৃণমূল সরকারের  অপশাসন,বেকারত্ব,দুর্নীতি,লুট,নারী নির্যাতন,আইন শৃঙ্খলা তলানিতে তারই প্রতিবাদে বিজেপির পরিবর্তন সংকল্প সভা।  
এদিন পরিবর্তন সংকল্প সভায় বিরোধী দলনেতার হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন সবং বিধানসভার হেভি ওয়েট তৃণমূল নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি অমল পন্ডা। 
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি সবং বিধানসভা সহ জেলা রাজনৈতিক পটচিত্রে শাসকদলের একদা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তৃণমূলের ঘাটাল সাংগঠনের জেলার চেয়ারপারসন সহ জেলা ও সবং বিধানসভার সাংগঠনিক নেতৃত্ব সামলেছেন। ঘাসফুল ছেড়ে বিজেপিতে যোগদান এদিনের পরিবর্তন সভায় আগামী নির্বাচনে বড়ো প্রভাব ফেলবে আশা গেরুয়া শিবিরের।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই রাজ্য সরকারকে একের পর এক তোপ দাগেন।
বিরোধী দলনেতা বলেন,তৃণমূলের চোরেরা আজ ডেবরার সভায় আসার আগে তারা কালো পতাকা দেখাবে ঠিক করেছিল,আমিও প্রস্তুত করে এসেছিলাম,কিন্তু সামনে কাউকে দেখতে পায়নি।আর এপ্রিল মাসের পরে এই পরিবারবাদী তোষনবাদী চোরের দল সম্পূর্ণ নির্মূল হবে।
আপনারা জানেন যে দেশের যশোশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ফুল বেঁধে দিয়েছেন ছাব্বিশের পরিবর্তনে জয়ের লক্ষ্য পরিবর্তনের সংকল্প।গোটা রাজ্যে ইতিমধ্যে শতাধিক সভা হয়েছে।ভারতীয় জনতা পার্টির 15 কুড়ি জন নেতৃত্ব সাংসদ বিধায়ক, রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী আমরা জনতার দুয়ারে দুয়ারে গিয়ে এই ধরনের বিধানসভা ভিত্তিক সমাবেশের মধ্য দিয়ে এই বাংলার পরিবর্তনকে সুনিশ্চিত করার কাজ করছি এবং নরেন্দ্র মোদীকে বাংলা ফিরিয়ে দেব।।
    user_ARNAB
    ARNAB
    ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • রাজ্যজুড়ে চলছে স্টুডেন্ট উইক। তারই অঙ্গ ফুড ফেস্টিভ্যাল। শুক্রবার দাসপুরের রাজনগর জুনিয়র গার্লস স্কুলে এক অন্যরকম আনন্দের দিন। ছাত্রছাত্রী সংখ্যা হাতে গোনা হলেও উৎসাহে, আন্তরিকতায় কোনো কমতি ছিল না। ছোট্ট স্কুল চত্বর জুড়ে আয়োজন করা হয়েছিল ফুড ফেস্টিভ্যাল—যেখানে খাবারের স্বাদে মিশে গিয়েছিল হাসি, গল্প আর ভালোবাসা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ব্রততী ঘটক জানান,শিক্ষিকা, অভিভাবক আর খুদে ছাত্রীরা মিলেই এই অনুষ্ঠানকে করে তুলেছিল প্রাণবন্ত। কেউ এনেছে ঘরের বানানো পিঠে-পায়েস, কেউ বা মজাদার নোনতা খাবার,চিলি চিকেন,রাইস,চিকেন কষা,ঘুগনি, ফুচকা কী নেই। রঙিন সাজে, ছোট ছোট স্টলে সাজানো খাবার যেন স্কুলের প্রতিদিনের চেনা পরিবেশকে বদলে দিয়েছিল উৎসবের রূপে। তিনি আরও জানান গ্রামাঞ্চল এই সব খাবার বানাতে যথেষ্ট খরচ হয় ছাত্রছাত্রীদের পরিবারের। প্রত্যকটি স্টলের খাবারের নির্দিষ্ট দাম রাখা ছিল সেই দাম দিয়ে কিনেই আমরা সবাই খাবার খেয়েছি। সংখ্যায় ছোট হলেও এই ফুড ফেস্টিভ্যাল প্রমাণ করে দিল—আয়োজন বড় হতে হয় না, মনটা বড় হলেই যথেষ্ট। রাজনগরের জুনিয়র গার্লস স্কুলের এই আন্তরিক উদ্যোগ শিক্ষার পাশাপাশি সহমর্মিতা, ভাগাভাগি আর আনন্দের পাঠও শিখিয়ে দিল খুদে
    1
    রাজ্যজুড়ে চলছে স্টুডেন্ট উইক। তারই অঙ্গ ফুড ফেস্টিভ্যাল। শুক্রবার দাসপুরের রাজনগর জুনিয়র গার্লস স্কুলে এক অন্যরকম আনন্দের দিন। ছাত্রছাত্রী সংখ্যা হাতে গোনা হলেও উৎসাহে, আন্তরিকতায় কোনো কমতি ছিল না। ছোট্ট স্কুল চত্বর জুড়ে আয়োজন করা হয়েছিল ফুড ফেস্টিভ্যাল—যেখানে খাবারের স্বাদে মিশে গিয়েছিল হাসি, গল্প আর ভালোবাসা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ব্রততী ঘটক জানান,শিক্ষিকা, অভিভাবক আর খুদে ছাত্রীরা মিলেই এই অনুষ্ঠানকে করে তুলেছিল প্রাণবন্ত। কেউ এনেছে ঘরের বানানো পিঠে-পায়েস, কেউ বা মজাদার নোনতা খাবার,চিলি চিকেন,রাইস,চিকেন কষা,ঘুগনি, ফুচকা কী নেই। রঙিন সাজে, ছোট ছোট স্টলে সাজানো খাবার যেন স্কুলের প্রতিদিনের চেনা পরিবেশকে বদলে দিয়েছিল উৎসবের রূপে। তিনি আরও জানান গ্রামাঞ্চল এই সব খাবার বানাতে যথেষ্ট খরচ হয় ছাত্রছাত্রীদের পরিবারের। প্রত্যকটি স্টলের খাবারের নির্দিষ্ট দাম রাখা ছিল সেই দাম দিয়ে কিনেই আমরা সবাই খাবার খেয়েছি। 
সংখ্যায় ছোট হলেও এই ফুড ফেস্টিভ্যাল প্রমাণ করে দিল—আয়োজন বড় হতে হয় না, মনটা বড় হলেই যথেষ্ট। রাজনগরের জুনিয়র গার্লস স্কুলের এই আন্তরিক উদ্যোগ শিক্ষার পাশাপাশি সহমর্মিতা, ভাগাভাগি আর আনন্দের পাঠও শিখিয়ে দিল খুদে
    user_Soumen Misra
    Soumen Misra
    Journalist দাসপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • ৮ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে সিউড়ি রাজনগর রুটে পাকা সড়কে চন্দ্রপুর থানার হীরাখুনি মোড়ের কাছে একটি লরি উল্টে যায়৷ আর তাতেই লরির তলায় চাপা পড়ে ১ ব্যক্তির মৃ*/*/ত্যু ঘটে৷
    1
    ৮ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে সিউড়ি রাজনগর রুটে পাকা সড়কে চন্দ্রপুর থানার হীরাখুনি মোড়ের কাছে একটি লরি উল্টে যায়৷ আর তাতেই লরির তলায় চাপা পড়ে ১ ব্যক্তির মৃ*/*/ত্যু ঘটে৷
    user_Loca news(কৌশিক কাপড়ি )
    Loca news(কৌশিক কাপড়ি )
    Journalist দাসপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
  • হুগলি হংসেশ্বরী মন্দিরের ইতিহাসের সন্ধানে
    1
    হুগলি হংসেশ্বরী মন্দিরের ইতিহাসের সন্ধানে
    user_JBP NEWS BANGLA
    JBP NEWS BANGLA
    Local News Reporter জগৎবল্লভপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.