*এলাকায় কাজ না হওয়ায় কীর্ণাহার ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান কে ঘিরে বিক্ষোভ।তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে* গ্রামবাসীদের ক্ষোভ, রাস্তা ও ড্রেনের দাবিতে চরম হুশিয়ারি বীরভূমের নানুর ব্লকের কীর্ণাহার ১ নম্বর পঞ্চায়েতের ১৬০ নম্বর বুথের বাসিন্দাদের। মঙ্গলবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান সরেস সাঁতরাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান তারই এলাকার বাসিন্দারা।দীর্ঘ ২০ বছর ধরে কীর্ণাহার মাস্টারপাড়া থেকে পরোটা গ্রামের রাস্তা সম্পূর্ণ বেহাল দশা, পাকা ড্রেনও নেই। প্রতিদিন হাজারের বেশি মানুষজনের যাতায়াত, স্কুলের ছোট ছাত্রছাত্রীরাও ঝুঁকিতে যাতায়াত করে। তৃণমূল ক্ষমতায় আসার পরও প্রশাসনের কাছে অভিযোগ করলেও কাজ শুরু হয়নি। বর্তমানে রাস্তার অবস্থা আরও খারাপ। প্রধান নিজের বুথে কাজ না করা এবং 'আমার পাড়ায় আমার সমাধান' প্রকল্পের বুথে ১০ লাখ টাকা আত্মসাত করার অভিযোগ। এক সপ্তাহের মধ্যে কাজ না হলে প্রধানকে পঞ্চায়েতে আটকে রেখে তালা দেওয়া হবে। তাতেও কাজ না হলে সামনে বিধানসভা ভোট বয়কট করার হুঁশিয়ারি গ্রামবাসীদের। পঞ্চায়েত প্রধান সরেস সাঁতরা বলেন, ১০ দিনে কাজ শুরু হবে। গ্রামবাসীরা এসেছিল স্বারকলিপি জমা করেছে। বাইট। *বীরভূমে কীর্ণাহার থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট।*
*এলাকায় কাজ না হওয়ায় কীর্ণাহার ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান কে ঘিরে বিক্ষোভ।তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে* গ্রামবাসীদের ক্ষোভ, রাস্তা ও ড্রেনের দাবিতে চরম হুশিয়ারি বীরভূমের নানুর ব্লকের কীর্ণাহার ১ নম্বর পঞ্চায়েতের ১৬০ নম্বর বুথের বাসিন্দাদের। মঙ্গলবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান সরেস সাঁতরাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান তারই এলাকার বাসিন্দারা।দীর্ঘ ২০ বছর ধরে কীর্ণাহার মাস্টারপাড়া থেকে পরোটা গ্রামের রাস্তা সম্পূর্ণ বেহাল দশা, পাকা ড্রেনও নেই। প্রতিদিন হাজারের বেশি মানুষজনের যাতায়াত, স্কুলের ছোট ছাত্রছাত্রীরাও ঝুঁকিতে যাতায়াত করে। তৃণমূল ক্ষমতায় আসার পরও প্রশাসনের কাছে অভিযোগ করলেও কাজ শুরু হয়নি। বর্তমানে রাস্তার অবস্থা আরও খারাপ। প্রধান নিজের বুথে কাজ না করা এবং 'আমার পাড়ায় আমার সমাধান' প্রকল্পের বুথে ১০ লাখ টাকা আত্মসাত করার অভিযোগ। এক সপ্তাহের মধ্যে কাজ না হলে প্রধানকে পঞ্চায়েতে আটকে রেখে তালা দেওয়া হবে। তাতেও কাজ না হলে সামনে বিধানসভা ভোট বয়কট করার হুঁশিয়ারি গ্রামবাসীদের। পঞ্চায়েত প্রধান সরেস সাঁতরা বলেন, ১০ দিনে কাজ শুরু হবে। গ্রামবাসীরা এসেছিল স্বারকলিপি জমা করেছে। বাইট। *বীরভূমে কীর্ণাহার থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট।*
- উন্নয়নের সংলাপ কর্মসূচি অনুষ্ঠিত হলো রামপুরহাট বিধানসভার অন্তর্গত দখলবাটি অঞ্চলে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় উন্নয়নের সংলাপ কর্মসূচির আয়োজন করা হয় বুধবার দুপুরে রামপুরহাট 1 নম্বর ব্লকের দখলবাটি অঞ্চলে । উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে রাজ্যের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তৃণমূল নেতৃত্ব1
- *এলাকায় কাজ না হওয়ায় কীর্ণাহার ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান কে ঘিরে বিক্ষোভ।তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে* গ্রামবাসীদের ক্ষোভ, রাস্তা ও ড্রেনের দাবিতে চরম হুশিয়ারি বীরভূমের নানুর ব্লকের কীর্ণাহার ১ নম্বর পঞ্চায়েতের ১৬০ নম্বর বুথের বাসিন্দাদের। মঙ্গলবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান সরেস সাঁতরাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান তারই এলাকার বাসিন্দারা।দীর্ঘ ২০ বছর ধরে কীর্ণাহার মাস্টারপাড়া থেকে পরোটা গ্রামের রাস্তা সম্পূর্ণ বেহাল দশা, পাকা ড্রেনও নেই। প্রতিদিন হাজারের বেশি মানুষজনের যাতায়াত, স্কুলের ছোট ছাত্রছাত্রীরাও ঝুঁকিতে যাতায়াত করে। তৃণমূল ক্ষমতায় আসার পরও প্রশাসনের কাছে অভিযোগ করলেও কাজ শুরু হয়নি। বর্তমানে রাস্তার অবস্থা আরও খারাপ। প্রধান নিজের বুথে কাজ না করা এবং 'আমার পাড়ায় আমার সমাধান' প্রকল্পের বুথে ১০ লাখ টাকা আত্মসাত করার অভিযোগ। এক সপ্তাহের মধ্যে কাজ না হলে প্রধানকে পঞ্চায়েতে আটকে রেখে তালা দেওয়া হবে। তাতেও কাজ না হলে সামনে বিধানসভা ভোট বয়কট করার হুঁশিয়ারি গ্রামবাসীদের। পঞ্চায়েত প্রধান সরেস সাঁতরা বলেন, ১০ দিনে কাজ শুরু হবে। গ্রামবাসীরা এসেছিল স্বারকলিপি জমা করেছে। বাইট। *বীরভূমে কীর্ণাহার থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট।*1
- বিধায়ক মনিরুল ইসলাম SIR নিয়ে ফারাক্কা বিডিও অফিসে প্রতিবাদ1
- Post by Babulal Sarkar2
- एक वायरल वीडियो में मोबाइल की लिथियम-आयन बैटरी को परत-दर-परत खोलते हुए दिखाया गया है। क्लिप में ग्रेफाइट एनोड, कॉपर कलेक्टर और इलेक्ट्रोलाइट से भीगी सेपरेटर लेयर्स नजर आती हैं, जिन्हें छेदने पर आग लगने का खतरा होता है। इस खतरनाक “अनबॉक्सिंग” ने दिखाया कि रोज़मर्रा की टेक्नोलॉजी अंदर से कितनी संवेदनशील होती है। #viralreels #science #tech #battery #lithiumion #smartphone #techfacts #reelsinstagram1
- কাঁকসায় ফাঁকা বাড়িতে লাগাতার চুরি। মধ্যপ্রদেশ থেকে মূল পান্ডাকে ধরে নিয়ে এলো কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। সাব ইন্সপেক্টর নিরঞ্জন মুখোপাধ্যায়ের নেতৃত্বে মলানদিঘী একটি দল সেখানে হানা দেয়। তারপরেই গ্রেফতার হয় সে। ধৃতের নাম বিষ্ণু সিমদাদ। মধ্যপ্রদেশের কোন্ডালিয়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, কাঁকসার আড়া এলাকায় একাধিক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। তদন্তে নেমেছিল কাঁকসার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। তদন্তের ভিত্তিতে কয়েকমাস আগে ৩জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদেরকে জেরা করে মূল পান্ডার নাম জানা যায়। তারপরেই বিষ্ণু সিমদাদের নাম উঠে আসে। তারপরেই সাব ইন্সপেক্টর নিরঞ্জন মুখোপাধ্যায়ের নেতৃত্বে কাঁকসা থানার একটি দল মধ্যপ্রদেশে হানা দেয়। তারপরেই গোপন সূত্রে খবর পায় কোন্ডালিয়া এলাকায় লুকিয়ে রয়েছে বিষ্ণু। তারপর সেখানে হানা দিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। বুধবার সন্ধ্যায় নিয়ে আসা হয় কাঁকসা থানায়। বৃহস্পতিবার ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। তারপরেই ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চালানো হবে। কাঁকসার এসিপি রাজকুমার মালাকার বলেন,"ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালানো হবে।"1
- SIR এর ভোটার দের নোটিশ পাঠানো নিয়ে আলোচনা সভা নাকাশিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে1
- ব্রাহ্মণী নদীর বৈধরা জলাধার সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালিচুরি রুখতে বিশেষ অভিযান রামপুরহাট থানার পুলিশের। আজ ১৪ই জানুয়ারি বুধবার দুপুরে রামপুরহাট থানার পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ব্রাহ্মণী নদীর বৈধরা জলাধারে পুলিশ বিশেষ অভিযান চালায়।ব্রাহ্মণী নদী থেকে বালি চুরি রুখতে বালি তোলার বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। বুধবার ১৩ জনের বিরুদ্ধে জামিন অযোগ্যধারায় মামলা রুজু করে আইনত ব্যবস্থা গ্রহণ করেছে রামপুরহাট থানার পুলিশ।1