পুরুলিয়ার কুশল ভারত গ্রুপের আরো একটি নতুন সংযোজন হল পুরুলিয়া turf ক্লাব। প্রজাতন্ত্র দিবসের দিন সন্ধ্যাবেলায় ফিতে কেটে turf ক্লাবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন পুরুলিয়ার বিশিষ্ট শিল্পপতি নরেশ আগরওয়াল। এর আগেও শিক্ষা, ট্যুরিজম সহ বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে এসেছেন পুরুলিয়া মানুষের কথা ভেবে। কিন্তু দিন দিন মানুষের যেভাবে মানসিক চাপ বাড়ছে এবং সময়ের সংকটে সকলে স্বাস্থ্য পরিচর্যা করার সময় পাচ্ছেন না এবং বাচ্চাদের কে মোবাইল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় মনোনিবেশ করার জন্য তিনি পিকেল বল খেলার জন্য সূচনা করলেন turf ক্লাবের। এখানে খেলাধুলার সাথে সাথে থাকবে বিভিন্ন রকম সফট ড্রিঙ্কস ও স্নাক্স এর ব্যবস্থা। তিনি জানালেন এখানে যারা অংশ নিতে চাইবেন তাদেরকে ন্যূনতম একটি ফিজ বহন করতে হবে এবং অনলাইন অ্যাপ এর মধ্যে চালু হবে পরিষেবাটি। এছাড়াও পরবর্তীতে তিনি পুরুলিয়ার মানুষের জন্য স্বাস্থ্যপরিসেবা নিয়ে ভাবছেন বলে জানালেন।
পুরুলিয়ার কুশল ভারত গ্রুপের আরো একটি নতুন সংযোজন হল পুরুলিয়া turf ক্লাব। প্রজাতন্ত্র দিবসের দিন সন্ধ্যাবেলায় ফিতে কেটে turf ক্লাবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন পুরুলিয়ার বিশিষ্ট শিল্পপতি নরেশ আগরওয়াল। এর আগেও শিক্ষা, ট্যুরিজম
সহ বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে এসেছেন পুরুলিয়া মানুষের কথা ভেবে। কিন্তু দিন দিন মানুষের যেভাবে মানসিক চাপ বাড়ছে এবং সময়ের সংকটে সকলে স্বাস্থ্য পরিচর্যা করার সময় পাচ্ছেন না এবং বাচ্চাদের কে মোবাইল
থেকে দূরে সরিয়ে খেলাধুলায় মনোনিবেশ করার জন্য তিনি পিকেল বল খেলার জন্য সূচনা করলেন turf ক্লাবের। এখানে খেলাধুলার সাথে সাথে থাকবে বিভিন্ন রকম সফট ড্রিঙ্কস ও স্নাক্স এর ব্যবস্থা। তিনি জানালেন এখানে
যারা অংশ নিতে চাইবেন তাদেরকে ন্যূনতম একটি ফিজ বহন করতে হবে এবং অনলাইন অ্যাপ এর মধ্যে চালু হবে পরিষেবাটি। এছাড়াও পরবর্তীতে তিনি পুরুলিয়ার মানুষের জন্য স্বাস্থ্যপরিসেবা নিয়ে ভাবছেন বলে জানালেন।
- বিঘার পর বিঘা জমিতে শুকনো ঘাসে আগুন, পুড়ে মৃত্যু অজগর সাপ সহ বহু কীট পতঙ্গের, এলাকার মানুষের প্রাণপন চেষ্টা আগুন নেভানোর।1
- পুরুলিয়ার কুশল ভারত গ্রুপের আরো একটি নতুন সংযোজন হল পুরুলিয়া turf ক্লাব। প্রজাতন্ত্র দিবসের দিন সন্ধ্যাবেলায় ফিতে কেটে turf ক্লাবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন পুরুলিয়ার বিশিষ্ট শিল্পপতি নরেশ আগরওয়াল। এর আগেও শিক্ষা, ট্যুরিজম সহ বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে এসেছেন পুরুলিয়া মানুষের কথা ভেবে। কিন্তু দিন দিন মানুষের যেভাবে মানসিক চাপ বাড়ছে এবং সময়ের সংকটে সকলে স্বাস্থ্য পরিচর্যা করার সময় পাচ্ছেন না এবং বাচ্চাদের কে মোবাইল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় মনোনিবেশ করার জন্য তিনি পিকেল বল খেলার জন্য সূচনা করলেন turf ক্লাবের। এখানে খেলাধুলার সাথে সাথে থাকবে বিভিন্ন রকম সফট ড্রিঙ্কস ও স্নাক্স এর ব্যবস্থা। তিনি জানালেন এখানে যারা অংশ নিতে চাইবেন তাদেরকে ন্যূনতম একটি ফিজ বহন করতে হবে এবং অনলাইন অ্যাপ এর মধ্যে চালু হবে পরিষেবাটি। এছাড়াও পরবর্তীতে তিনি পুরুলিয়ার মানুষের জন্য স্বাস্থ্যপরিসেবা নিয়ে ভাবছেন বলে জানালেন।4
- পুরুলিয়া জেলা রঘুনাথপুর দু’নম্বর ব্লকের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাবড়া পাহাড়ে আজ ২৬শে জানুয়ারি গণতন্ত্র দিবসের পুণ্য লগ্নে দ্বিতীয় বর্ষের পাবড়া পাহাড় পর্যটন উৎসবের শুভ উদ্বোধন হলো। প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে মেলার উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, মেলা কমিটির চেয়ারম্যান সৌমেন বেলথরিয়া এবং বিশিষ্ট অতিথি ‘সাইকেল ম্যান’ অক্ষয় ভগত। উদ্বোধনের পর আগত অতিথি, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর উদ্বোধনী সংগীত ও মনোমুগ্ধকর আদিবাসী নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।পাঁচ দিনব্যাপী এই পর্যটন মেলায় বসেছে অসংখ্য দোকান। মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।1
- গ্রামে রমরমে বাড়ছে অবৈধ মদের কারবার, আসক্ত হয়ে পড়ছে যুবক থেকে বৃদ্ধরা। প্রতিটি পরিবারে বেড়ে উঠছে ঝামেলা। পরিবারে অভাবের তাড়না খেতে হচ্ছে মহিলাদের, পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা বাধার সম্মুখীন হচ্ছে।প্রশ্ন উঠছে এই কারবার কি প্রশাসন জানতে পারছে না? নাকি জেনেও না জানা1
- ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন MY Bharat এর তত্ত্বাবধানে বরাবাজার ব্লকের বামুনডিহা তুড়কু মোড় থেকে নডিহা মোড় পর্যন্ত একটি তিরঙ্গা পদযাত্রার আয়োজন করা হয়।এদিনের এই কর্মসূচি একটি জাতীয় স্তরের যুব সচেতনতা ও অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হয়।,যার উদ্দেশ্য হলো সচেতন, নৈতিক ও সক্রিয় ভোটার হিসেবে যুব সমাজকে গড়ে তোলা - বিশেষ করে প্রথমবার ভোটদাতাদের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা। এই কর্মসূচিতে যুব সম্প্রদায়কে কলম দিয়ে উদ্বুদ্ধ করা হয় এবং সেই সঙ্গে সকলে মিলে শপথ বাক্য পাঠ করাও হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী বৃন্দাবন মাহাতো, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী দিলীপ কুমার মাহাতো, আনন্দ মাহাতো, গনেশ পরামানিক সহ অন্যান্য সকল সমাজকর্মীবৃন্দ।1
- पश्चिम बर्धमान के रानीगंज:- भारतीय जनता पार्टी के नवनियुक्त राष्ट्रीय अध्यक्ष नितिन नवीन 28 जनवरी को रानीगंज के दौरे पर आ रहे हैं। इससे पहले आज भाजपा के आसनसोल जिला सांगठनिक के रानीगंज विधानसभा नेतृत्व की ओर से एक प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया गया। प्रेस वार्ता में जिला इंचार्ज विवेक रंगा, विधानसभा संयोजक दिनेश सोनी, विधानसभा इंचार्ज मृत्युंजय चंद, विधानसभा प्रभारी सागर राय और मंडल अध्यक्ष शमशेर सिंह मौजूद थे। भाजपा नेताओं ने बताया कि राष्ट्रीय अध्यक्ष बनने के बाद नितिन नवीन का यह पहला पश्चिम बंगाल दौरा है। नितिन नवीन पहले दुर्गापुर में संगठनात्मक बैठक करेंगे, उसके बाद रानीगंज के स्पोर्ट्स असेंबली हॉल में पार्टी कार्यकर्ताओं और नेताओं के साथ बैठक करेंगे। इस दौरे का उद्देश्य 2026 विधानसभा चुनाव से पहले संगठन को मजबूत करना बताया गया है। भाजपा नेताओं का दावा है कि नितिन नवीन के दौरे से कार्यकर्ताओं में उत्साह है, वहीं तृणमूल कांग्रेस में बेचैनी देखी जा रही है। भाजपा का कहना है कि 2026 में प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में बंगाल में बदलाव तय है।1
- भारत की संस्कृति और हिंदी भाषा ने अंतरिक्ष में ऐतिहासिक पहचान बनाई 🇮🇳🚀।1931 की फ़िल्म आलम आरा का गीत “जात कहाँ हो” दुनिया का एकमात्र हिंदी गीत है, जो धरती से निकलकर हमारे सौरमंडल के बाहर पहुंच चुका है। यह गीत वॉयेजर-1 के गोल्डन रिकॉर्ड के साथ आज भी अंतरतारकीय अंतरिक्ष में तैर रहा है, जहां भारत की आवाज़ सितारों के बीच गूंज रही है 🎵🌌। #HindiPride #IndianCulture #Voyager1 #GoldenRecord #SpaceHistory #DesiPride #IndiaInSpace #MusicInSpace #Explore1
- পাড়া বিধানসভা বিজেপির 3 নম্বর মণ্ডলের মন্ডল কর্মশালা অনুষ্ঠিত হলো সোমবার দুপুর বারোটা নাগাদ। পাড়া ব্লকের সাঁওতালডি থানার শ্যামপুর মোড় সংলগ্ন একটি বেসরকারী সভাগৃহে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ভারত মাতা সহ মনিষীদের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় ও ভারতের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তার পরে আগত নেতৃত্বদের সংবর্ধনা প্রদান করা হয়। বিশেষ নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির ছত্রিশগড় রাজ্যের সংগঠন মন্ত্রী পবন সাঁই ও পাড়া বিধায়ক নদীয়ার চাঁদ বাউরী, রাজ্য নেতা বিদ্যাসাগর চক্রবর্তী সহ জেলা নেতৃত্ব ও মন্ডল নেতৃত্ব ও বুথ সভাপতি ও শক্তি কেন্দ্র প্রমুখরা।1