Shuru
Apke Nagar Ki App…
বড়দিন উপলক্ষে মাছিভাঙাতে সামাজিক করলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি।
KHABOR EKON
বড়দিন উপলক্ষে মাছিভাঙাতে সামাজিক করলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি।
More news from West Bengal and nearby areas
- অসীম সরকারকে নিয়ে মুখ খুললেন তোয়া সিদ্দিকী।1
- Post by Somj1
- শান্তিপুরের যুবকের রহস্যময় মৃ*ত্যু! খু*ন না কি দু*র্ঘটনা! না অন্য কোন রহস্য লুকিয়ে আছে,ধোঁয়াশায় পুলিশ ও পরিবার।1
- সান্টারুপী পুলিশের কাছ থেকে লক্ষাধিক টাকা ও 45 টি মোবাইল ফিরে পাওয়ায় আনন্দের জোয়ারে মাতলো এলাকাবাসীরা বলাগড়ে1
- ২৫শে ডিসেম্বরের গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার ডিহিপলসায়। ২৬ শে ডিসেম্বর অর্থাৎ শুক্রবারের সকালে সেই ছবি নজরে আসতেই গ্রামবাসীরা থ। পাড়া-প্রতিবেশীরা জানান বড়দিনের গভীর রাত,প্রায় দেড়টা নাগাদ বকুলতলার দিক থেকে এক মারুতি ভ্যান ডিহিপলসা বাস স্টপের কিছুটা আগে রাস্তার ডান দিকের লোহার গার্ড রেলিং এ ধাক্কা দেয়। চালকের এক পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। চালকসহ ওই গাড়িতে মোট ৬ জন ছিল। অন্যান্যরাও কমবেশি আহত। রাতে টহলরত দাসপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠায়। চালকের পায়ের খন্ডাংশও কাপড়ে মুড়ে নিয়ে যায়। জানা গেছে গাড়ির মালিকের নাম সেখ আজিজুল আলি। বাড়ি কেশপুরের মুকবসান এলাকায়। আজিজুল জানায় ওই রাতে তারা ধূলাগড় এলাকা থেকে ফিরছিলেন। গ্রামের এক ছেলে ধূলাগড়ে কাজ করে। তাকে নিয়ে বাড়ি ফেরার পথে চালকের ঘুম এসে যাওয়ায় এই দুর্ঘটনা। চালকের আসনে ছিলেন ওই গ্রামেরই বাসিন্দা বছর ৪৫ এর সেক আশাদুল। তার অবস্থা আশঙ্কাজনক। রাতেই ঘাটাল থেকে তাকে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।1
- চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এক নম্বর বুথের ঘটনা। মৃতের নাম আলম খান। বছর ৬৫ এর আলম খান রাজমিস্ত্রির কাজ করতেন,SIR এর হেয়ারিং নোটিশ হাতে পেয়ে স্ত্রীর জন্য দুশ্চিন্তা শুরু করেন। আলম শেখের স্ত্রী এবং স্থানীয়দের দাবি গতকাল সন্ধ্যায় BLO আলমের হাতে হেয়ারিংয়ের নোটিশ ধরিয়ে যায় হেয়ারিং এর নোটিস পেয়ে দুশ্চিন্তায় পড়েন আলম শেখ , তারপর অসুস্থ বোধ করেন রাত্রিতেই মৃত্যু হয়েছে ।1
- Post by Sanjit Sarkar1
- বড়দিন উপলক্ষে মাছিভাঙাতে সামাজিক করলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি।1