logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

জুয়েল রানার মা কে সরকারি চাকরি দিলো রাজ্যে সরকার

3 days ago
user_কলকাতা টিভি নিউজ
কলকাতা টিভি নিউজ
সাগরদিঘি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
3 days ago
054a02e7-a5e8-4f1c-9e8d-cfcfd2eda50b

জুয়েল রানার মা কে সরকারি চাকরি দিলো রাজ্যে সরকার

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারের পাশে ভরতপুর পঞ্চায়েত প্রধানের স্বামী ও পঞ্চায়েত সদস্যরা
    1
    ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারের পাশে ভরতপুর পঞ্চায়েত প্রধানের স্বামী ও পঞ্চায়েত সদস্যরা
    user_রাঢ় বাংলা
    রাঢ় বাংলা
    Reporter ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
  • ঘরের মেয়ে ঘরে ফেরার পালা।তাই শনিবার সকাল থেকেই ঘরের মেয়েকে শুভেচ্ছা, অভিনন্দন জানাতে মালদার কোতুয়ালি ভবনে চলছে বিশাল কর্মযজ্ঞ।কারণ তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে ঘরওয়াপসি করা গণি পরিবারের সদস্য মৌসম নূর আজই দিল্লি থেকে ফিরছেন মালদায়। তিনি বেলা ১টা নাগাদ ট্রেনে চেপে মালদা টাউন স্টেশনে নামবেন। সেখান থেকে কংগ্রেস নেতাকর্মীরা তাকে নিয়ে র‍্যালি করে যাবেন কোতুয়ালির গণি ভবনে। এরপর সেখানে কংগ্রেস নেতাকর্মীরা শুভেচ্ছা, অভিনন্দন জানাবেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানকারী কোতুয়ালি ভবনের সদস্য মৌসম নূরকে। তাই শনিবার সকাল থেকেই মৌসম নূরকে অভিনন্দন জানাতে বিশাল কর্মযজ্ঞ চলছে কোতুয়ালি ভবনে। কোতুয়ালি ভবন সহ আশপাশের এলাকা ছেয়ে গেছে কংগ্রেসের একাধিক নেতৃত্ব সহ মৌসম নূরের ফেস্টুন, ফ্লেক্সে। ঘরের মেয়ে ঘরে ফেরায় মৌসম নূরকে স্বাগত জানাতে আসবেন। জেলার বিভিন্ন প্রান্তের কংগ্রেস নেতাকর্মীরা। তাই. তাদের জন্য থাকছে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা। সেই ব্যবস্থায় যাতে কোন রকম ঘাটতি না থাকে তাই ঘনঘন নজরদারি চালাচ্ছেন জেলা কংগ্রেসের সভাপতি সাংসদ ইশা খান চৌধুরী, জেলা কংগ্রেসের নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম সহ অন্যান্যরা। এখন শুধু অপেক্ষা ঘরের মেয়ে ঘরে ফেরার।
    2
    ঘরের মেয়ে ঘরে ফেরার পালা।তাই শনিবার সকাল থেকেই ঘরের মেয়েকে শুভেচ্ছা, অভিনন্দন জানাতে মালদার কোতুয়ালি ভবনে চলছে বিশাল কর্মযজ্ঞ।কারণ তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে ঘরওয়াপসি করা গণি পরিবারের সদস্য মৌসম নূর আজই দিল্লি থেকে ফিরছেন মালদায়। তিনি বেলা ১টা নাগাদ ট্রেনে চেপে মালদা টাউন স্টেশনে নামবেন। সেখান থেকে কংগ্রেস নেতাকর্মীরা তাকে নিয়ে র‍্যালি করে যাবেন কোতুয়ালির গণি ভবনে। এরপর সেখানে কংগ্রেস নেতাকর্মীরা শুভেচ্ছা, অভিনন্দন জানাবেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানকারী কোতুয়ালি ভবনের সদস্য মৌসম নূরকে। তাই শনিবার সকাল থেকেই মৌসম নূরকে অভিনন্দন জানাতে বিশাল কর্মযজ্ঞ চলছে কোতুয়ালি ভবনে। কোতুয়ালি ভবন সহ আশপাশের এলাকা ছেয়ে গেছে কংগ্রেসের একাধিক নেতৃত্ব সহ মৌসম নূরের ফেস্টুন, ফ্লেক্সে। ঘরের মেয়ে ঘরে ফেরায় মৌসম নূরকে স্বাগত জানাতে আসবেন। জেলার বিভিন্ন প্রান্তের কংগ্রেস নেতাকর্মীরা। তাই. তাদের জন্য থাকছে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা। সেই ব্যবস্থায় যাতে কোন রকম ঘাটতি না থাকে তাই ঘনঘন নজরদারি চালাচ্ছেন জেলা কংগ্রেসের সভাপতি সাংসদ ইশা খান চৌধুরী, জেলা কংগ্রেসের নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম সহ অন্যান্যরা। এখন শুধু অপেক্ষা ঘরের মেয়ে ঘরে ফেরার।
    user_Malda News
    Malda News
    English Bazar, Maldah•
    2 hrs ago
  • নাকাশীপাড়া বিধানসভার অন্তর্গত বিল্লগ্রাম অঞ্চলে রাজনৈতিক অঙ্গনে বড়সড় রদবদলের ঘটনা সামনে এল। বিল্লগ্রাম অঞ্চলের ৭১ নম্বর বুথ, চন্দনপুর গ্রাম থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে একাধিক কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করলেন।
    1
    নাকাশীপাড়া বিধানসভার অন্তর্গত বিল্লগ্রাম অঞ্চলে রাজনৈতিক অঙ্গনে বড়সড় রদবদলের ঘটনা সামনে এল। বিল্লগ্রাম অঞ্চলের ৭১ নম্বর বুথ, চন্দনপুর গ্রাম থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে একাধিক কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করলেন।
    user_Nabendu Bhattacharya
    Nabendu Bhattacharya
    Corresponded Reporter নাকাশিপাড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • Post by Jayanta Biswas
    1
    Post by Jayanta Biswas
    user_Jayanta Biswas
    Jayanta Biswas
    Journalist কৃষ্ণনগর ১, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পরল চোর। খেলো চড়-থাপ্পর। শনিবার উত্তেজনা দুর্গাপুর ফরিদপুর থানার নতুনডাঙা বনগ্রাম বাজারে। অভিযুক্তকে আটক করল পুলিশ। স্থানীয়দের অভিযোগ, লাগাতার এই বাজার এলাকা থেকে মোবাইল মানিব্যাগ চুরি যাচ্ছিল। তারা পুলিশের কাছে জানিয়েছিলেন। পুলিশ কিনারা করতে পারছিল না। শনিবার ফের চুরি করতে এসে স্থানীয়রা ধরে ফেলে দুষ্কৃতিকে। তারপরেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা সুকুমার ঘোষের অভিযোগ,"আমার মোবাইল চুরি গেছিল কয়েকদিন আগে। সেই মোবাইলে অনলাইন মারফত টাকাও তুলে নেওয়া হয়েছিল। একজন চোর ধরা পরল। আমার ফোনটিও যাতে উদ্ধার হয় সেই আবেদন করব।" পুলিশ পুরো ঘটনা ঘটিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
    2
    মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পরল চোর। খেলো চড়-থাপ্পর। শনিবার উত্তেজনা দুর্গাপুর ফরিদপুর থানার নতুনডাঙা বনগ্রাম বাজারে। অভিযুক্তকে আটক করল পুলিশ। স্থানীয়দের অভিযোগ, লাগাতার এই বাজার এলাকা থেকে মোবাইল মানিব্যাগ চুরি যাচ্ছিল। তারা পুলিশের কাছে জানিয়েছিলেন। পুলিশ কিনারা করতে পারছিল না। শনিবার ফের চুরি করতে এসে স্থানীয়রা ধরে ফেলে দুষ্কৃতিকে। তারপরেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা সুকুমার ঘোষের অভিযোগ,"আমার মোবাইল চুরি গেছিল কয়েকদিন আগে। সেই মোবাইলে অনলাইন মারফত টাকাও তুলে নেওয়া হয়েছিল। একজন চোর ধরা পরল। আমার ফোনটিও যাতে উদ্ধার হয় সেই আবেদন করব।" পুলিশ পুরো ঘটনা ঘটিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
    user_Sanatan Garai
    Sanatan Garai
    দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
  • দুর্গাপুরে তিন নম্বর প্লেট নিয়ে ধরা পড়ল পণ্যবাহী ট্রাক, উত্তেজনা গোল পার্ক এলাকায়।দুর্গাপুরের সগড়ভাঙা কলোনির গোল পার্ক এলাকায় শনিবার সকালে চাঞ্চল্য ছড়ায় একটি পণ্যবাহী ট্রাককে ঘিরে। অভিযোগ, একটি ট্রাকে ব্যবহার করা হচ্ছিল তিনটি নম্বর প্লেট—যার মধ্যে একটি বৈধ হলেও বাকি দুটি ছিল অবৈধ।ঘটনাটি ঘটে দুর্গাপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের গোল পার্ক সংলগ্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় একাধিক কারখানা থাকায় নিয়মিত ভারী যান চলাচল হয় এবং পণ্যবাহী ট্রাকের বেপরোয়া গতি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড়সড় ঝুঁকি হয়ে উঠেছে।শনিবার কলোনির স্থানীয় বাসিন্দা বিকাশ ঘটক লক্ষ্য করেন, ট্রাকের চালক একটি নম্বর প্লেট খুলে ভিন রাজ্যের অন্য একটি নম্বর প্লেট লাগাচ্ছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা ট্রাকটিকে ঘিরে ধরে চালককে হাতেনাতে আটক করেন। চালক পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে আটকে দেয়।স্থানীয়দের প্রশ্ন একটি ট্রাক অথচ একাধিক নম্বর প্লেট, কীভাবে সম্ভব? জিজ্ঞাসাবাদের সময় ট্রাক চালক ফাইন্যান্স সংক্রান্ত ঝামেলা এড়ানোর জন্য এই কাজ করেছেন বলে স্বীকার করেন বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ এবং মুচিপাড়া সাব-ট্রাফিকের আধিকারিকরা। উত্তেজিত জনতার হাত থেকে ট্রাক চালককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এবং ট্রাকটি আটক করা হয়। এক ট্রাফিক আধিকারিক জানান, নম্বর প্লেট পরিবর্তন করা সম্পূর্ণ বেআইনি এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
    1
    দুর্গাপুরে তিন নম্বর প্লেট নিয়ে ধরা পড়ল পণ্যবাহী ট্রাক, উত্তেজনা গোল পার্ক এলাকায়।দুর্গাপুরের সগড়ভাঙা কলোনির গোল পার্ক এলাকায় শনিবার সকালে চাঞ্চল্য ছড়ায় একটি পণ্যবাহী ট্রাককে ঘিরে। অভিযোগ, একটি ট্রাকে ব্যবহার করা হচ্ছিল তিনটি নম্বর প্লেট—যার মধ্যে একটি বৈধ হলেও বাকি দুটি ছিল অবৈধ।ঘটনাটি ঘটে দুর্গাপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের গোল পার্ক সংলগ্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় একাধিক কারখানা থাকায় নিয়মিত ভারী যান চলাচল হয় এবং পণ্যবাহী ট্রাকের বেপরোয়া গতি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড়সড় ঝুঁকি হয়ে উঠেছে।শনিবার কলোনির স্থানীয় বাসিন্দা বিকাশ ঘটক লক্ষ্য করেন, ট্রাকের চালক একটি নম্বর প্লেট খুলে ভিন রাজ্যের অন্য একটি নম্বর প্লেট লাগাচ্ছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা ট্রাকটিকে ঘিরে ধরে চালককে হাতেনাতে আটক করেন। চালক পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে আটকে দেয়।স্থানীয়দের প্রশ্ন একটি ট্রাক অথচ একাধিক নম্বর প্লেট, কীভাবে সম্ভব? জিজ্ঞাসাবাদের সময় ট্রাক চালক ফাইন্যান্স সংক্রান্ত ঝামেলা এড়ানোর জন্য এই কাজ করেছেন বলে স্বীকার করেন বলে দাবি স্থানীয়দের।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ এবং মুচিপাড়া সাব-ট্রাফিকের আধিকারিকরা। উত্তেজিত জনতার হাত থেকে ট্রাক চালককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এবং ট্রাকটি আটক করা হয়।
এক ট্রাফিক আধিকারিক জানান, নম্বর প্লেট পরিবর্তন করা সম্পূর্ণ বেআইনি এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
    user_S kumar
    S kumar
    Photographer বারাবনি, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    19 min ago
  • দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোষ পুতুল দাহ করে তীব্র প্রতিবাদ জানাল ৫২ মোথাবাড়ি তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় সংস্থা ইডিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিরোধী দলকে চাপে ফেলার চেষ্টা করছে বিজেপি। সেই অভিযোগের বিরুদ্ধে এদিন পথে নেমে সরব হলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। তৃণমূলের আইপ্যাক অফিসে ইডির আকস্মিক হানার প্রতিবাদে কালিয়াচক দুই ব্লকে তৃণমূল কংগ্রেসের ডাকে মহা মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে সংশ্লিষ্ট এলাকার বিধায়ক কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। বিশাল কর্মী-সমর্থকের ভিড় নিয়ে মিছিল মোথাবাড়ি গ্রীন মার্কেট পর্যন্ত পরিক্রমা করে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পরিক্রমা শেষে মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ে আয়োজিত হয় প্রতিবাদ সভা।“ নেতাদের বক্তব্যে আরও উঠে আসে—এই অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে আগামী দিনেও রাস্তায় নেমে আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।
    1
    দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোষ পুতুল দাহ করে তীব্র প্রতিবাদ জানাল ৫২ মোথাবাড়ি তৃণমূল কংগ্রেস।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় সংস্থা ইডিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিরোধী দলকে চাপে ফেলার চেষ্টা করছে বিজেপি। সেই অভিযোগের বিরুদ্ধে এদিন পথে নেমে সরব হলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা।
তৃণমূলের আইপ্যাক অফিসে ইডির আকস্মিক হানার প্রতিবাদে কালিয়াচক দুই ব্লকে তৃণমূল কংগ্রেসের ডাকে মহা মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে সংশ্লিষ্ট এলাকার বিধায়ক কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। বিশাল কর্মী-সমর্থকের ভিড় নিয়ে মিছিল মোথাবাড়ি গ্রীন মার্কেট পর্যন্ত পরিক্রমা করে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
পরিক্রমা শেষে মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ে আয়োজিত হয় প্রতিবাদ সভা।“
নেতাদের বক্তব্যে আরও উঠে আসে—এই অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে আগামী দিনেও রাস্তায় নেমে আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।
    user_Malda News
    Malda News
    English Bazar, Maldah•
    2 hrs ago
  • বেথুয়াডহরী মাতঙ্গিনী স্কুল পাড়ার থেকে একটি বেত আচড়া সাপ উদ্ধার
    1
    বেথুয়াডহরী মাতঙ্গিনী স্কুল পাড়ার থেকে একটি  বেত আচড়া সাপ উদ্ধার
    user_Nabendu Bhattacharya
    Nabendu Bhattacharya
    Corresponded Reporter নাকাশিপাড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    17 hrs ago
  • Post by Jayanta Biswas
    1
    Post by Jayanta Biswas
    user_Jayanta Biswas
    Jayanta Biswas
    Journalist কৃষ্ণনগর ১, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.