জয়গাঁ: ভুটান কমলার স্বাদে মজেছেন পর্যটকদের থেকে শুরু করে সাধারণ মানুষেরা। এই শীতের মরশুমে যেন কমলা রঙে ছেয়ে যায় জয়গাঁর ভুটানগামী সড়কের ধারগুলো। কয়েকশো দোকানদার কমলার পসরা নিয়ে হাজির হন সেখানে। যা কিনতে ভিড় জমে ক্রেতাদের পাশাপাশি, সাধারণ বাসিন্দারাও।অন্যান্যবারের তুলনায় এবছর কমলার ফলন কম হলেও দামে গতবারের তুলনায় খুব একটা তফাৎ আসেনি বলেও দাবি ব্যবসায়ীদের।পাশাপাশি, প্রতিবারের মতো এবছরও সীমান্ত শহরের দোকানগুলোতে কমলার ব্যাপক চাহিদা রয়েছে বলেও দাবি ব্যবসায়ীদের।ছোট থেকে বড়, আকার হিসেবে ৮০ থেকে ১৫০ টাকা ডজন হিসেবে বিক্রি হচ্ছে কমলা। সুস্বাদু এই কমলা কিনতে ভিড় জমাচ্ছেন ভুটানে ও জয়গাঁয় আসা পর্যটকেরাও।এ বিষয়ে এক ব্যবসায়ী মুন্না শাহ বলেন, "আবহাওয়ার কারণে এবছর ভুটানে কমলার ফলন কম হয়েছে শুনেছি।তবে দামে তেমন কোনো প্রভাব পড়েনি। এবছরও কমলার চাহিদা দেখার মতো রয়েছে।"আরেক ব্যবসায়ী বলেন, "ভুটানগামী এই সড়কের ধারে একশোর বেশি দোকানদার শুধু কমলা নিয়েই হাজির হন।তবুও ভিড় দেখার মতো রয়েছে এবছর।"
জয়গাঁ: ভুটান কমলার স্বাদে মজেছেন পর্যটকদের থেকে শুরু করে সাধারণ মানুষেরা। এই শীতের মরশুমে যেন কমলা রঙে ছেয়ে যায় জয়গাঁর ভুটানগামী সড়কের ধারগুলো। কয়েকশো দোকানদার কমলার পসরা নিয়ে হাজির হন সেখানে। যা কিনতে ভিড় জমে ক্রেতাদের পাশাপাশি, সাধারণ বাসিন্দারাও।অন্যান্যবারের তুলনায় এবছর কমলার ফলন কম হলেও দামে গতবারের তুলনায় খুব একটা তফাৎ আসেনি বলেও দাবি ব্যবসায়ীদের।পাশাপাশি, প্রতিবারের মতো এবছরও সীমান্ত শহরের দোকানগুলোতে কমলার ব্যাপক চাহিদা রয়েছে বলেও দাবি ব্যবসায়ীদের।ছোট থেকে
বড়, আকার হিসেবে ৮০ থেকে ১৫০ টাকা ডজন হিসেবে বিক্রি হচ্ছে কমলা। সুস্বাদু এই কমলা কিনতে ভিড় জমাচ্ছেন ভুটানে ও জয়গাঁয় আসা পর্যটকেরাও।এ বিষয়ে এক ব্যবসায়ী মুন্না শাহ বলেন, "আবহাওয়ার কারণে এবছর ভুটানে কমলার ফলন কম হয়েছে শুনেছি।তবে দামে তেমন কোনো প্রভাব পড়েনি। এবছরও কমলার চাহিদা দেখার মতো রয়েছে।"আরেক ব্যবসায়ী বলেন, "ভুটানগামী এই সড়কের ধারে একশোর বেশি দোকানদার শুধু কমলা নিয়েই হাজির হন।তবুও ভিড় দেখার মতো রয়েছে এবছর।"
- Post by Salim Sk1
- পেটের দায়ে বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে কাজ করতে যাওয়াই শুধুমাত্র বাংলা কথা বলার জন্য বাংলাদেশী তকমা দিয়ে ডিটেনশন ক্যাম্পে দুমাস আটকে রেখে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল কালিয়াচকের সন্তান আমির শেখ বলে এক যুবককে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে তাকে আবার কালিয়াচকে পরিবারের কাছে ফিরিয়ে আনা হয়, মালদা সফরে এসে আমির শেখের সাথে দেখা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আজ তার প্রতিনিধি হিসেবে আমির শেখের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস।1
- ফারাক্কার মানুষের স্বার্থে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম L & T কোম্পানীর সহযোগিতায় উন্নতমানের এম্বুলেন্স প্রদান ফারাক্কা ব্লকের বেওয়া এক নম্বর পঞ্চায়েত এলাকায়।1
- হিন্দু–মুসলিম ‘দুটি কুসুম’-এর জীবন্ত নজির ভগবানগোলার বাজিতপুরে1
- চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ, প্রতিবাদে নলহাটিতে বিজেপির বিক্ষোভ1
- বহরমপুর তৃণমূল কার্যালয়ে জেলা পরিষদ সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ফিরহাদ হাকিমের1
- “হিংসা দিয়ে ক্ষমতা ধরে রাখতে চাইছে তৃণমূল—বাগডোগরায় বিস্ফোরক সুকান্ত”1
- ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সক্রিয় ব্রাউন সুগার কারবারিরা। ঠিক এই অবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে ৪২৫ গ্রাম ব্রাউন সুগার সহ দুই কারবারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মহদিপুর এলাকায় হানা দিয়ে দুই কারবারীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম হাসানুজ্জামান (৩৫) ও আজিজুর রহমান (২০)। ধৃতরা কালিয়াচক ও চাঁচল থানা এলাকার বাসিন্দা। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয়েছে ২ লক্ষ টাকাও। রবিবার পুলিশি হেপাজতের আবেদনে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।1
- ফারাক্কা সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার পর কর্ণধার তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য হাবিব পারভেজ কি প্রতিক্রিয়া দিলেন1