নিজস্ব সংবাদদাতা ঠিক এক বছর আগে পশ্চিম মেদিনীপুর জেলার সালবনিতে দুজনের মৃত্যু হয়েছিল হাতির হামলায় এরই পাশাপাশি হাতির হামলায় মৃত্যু হল এক বৃদ্ধার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় ও কলা গ্রামে ও কলা গ্রামের স্থানীয় বাসিন্দা মালতী মান্ডি বয়স ৭৫ বছর ঘন কুয়াশার থাকায় বাড়ি থেকে বেরিয়ে বের হতেই হাতির মুখে পড়ে যায় ওই বৃদ্ধা, ঘন কুয়াশা থাকার জন্য হাতিটিকে দেখতে পাইনি জানা গেছে ওই হাতিটি ওই বৃদ্ধাকে হাতির সুরে করে আছড়ে মারে এই ঘটনার জানাজানি হতে এলাকার মানুষ এর সহযোগিতায় দ্রুত পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই বৃদ্ধাকে চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার জেনে ও কলা গ্রামে শোকের ছায়া নেমে আছে। গ্রামবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন জায়গায় হাতির গতিবিতি নিয়ন্ত্রণে আনতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বনদপ্তরকে অনুরোধ করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা ঠিক এক বছর আগে পশ্চিম মেদিনীপুর জেলার সালবনিতে দুজনের মৃত্যু হয়েছিল হাতির হামলায় এরই পাশাপাশি হাতির হামলায় মৃত্যু হল এক বৃদ্ধার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় ও কলা গ্রামে ও কলা গ্রামের স্থানীয় বাসিন্দা মালতী মান্ডি বয়স ৭৫ বছর ঘন কুয়াশার থাকায় বাড়ি থেকে বেরিয়ে বের হতেই হাতির মুখে পড়ে যায় ওই বৃদ্ধা, ঘন কুয়াশা থাকার জন্য হাতিটিকে দেখতে পাইনি জানা গেছে ওই হাতিটি ওই বৃদ্ধাকে হাতির সুরে করে আছড়ে মারে এই ঘটনার জানাজানি হতে এলাকার মানুষ এর সহযোগিতায় দ্রুত পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই বৃদ্ধাকে চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার জেনে ও কলা গ্রামে শোকের ছায়া নেমে আছে। গ্রামবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন জায়গায় হাতির গতিবিতি নিয়ন্ত্রণে আনতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বনদপ্তরকে অনুরোধ করা হয়েছে।
- নিজের নাগরিকত্ব প্রমাণে ১৪ জানুয়ারী দাসপুর ১ ব্লক প্রশাসন দপ্তরে শুনানিতে ডাক ভারতীয় সেনার। এস আই আর এর গেরোয় এবার ভারতীয় সেনা বিভাগে কর্মরত এক সেনা। দাসপুর থানার রাজনগরের বাসিন্দা রতন দিয়ানের বাড়িতে ৮ জানুয়ারী রাতেই সে হেয়ারিং নোটিশ পৌঁছে দিয়েছেন সংশ্লিষ্ট বুথের দায়িত্বপ্রাপ্ত বি এল ও প্রবীর সামন্ত। রতন বাবুর পরিবারকে বলা হয়েছে ১৪ তারিখ উপযুক্ত নথিপত্র নিয়ে ১৪ জানুয়ারী যেন রতন বাবু উপস্থিত থাকেন। অন্যদিকে এই সেনা কর্মী রতন দিয়ান বর্তমানে শিলিগুড়িতে নিজের দায়িত্ব সামলাচ্ছেন। রতনবাবুর সাথে যোগাযোগ করলে তিনি জানান সেনা কর্মী হয়েও তাঁকে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে নোটিশ ধরানো হয়েছে। তিনি বলেন নির্বাচন কমিশন তার কাজ করছে এতে আমি তেমন বিচলিত নই,কিন্তু এই দায়িত্ব ছেড়ে আমার পক্ষে ওই শুনানিতে হাজির থাকা সম্ভব নয়। অন্যদিকে ঘাটাল বিধান সভার রাজনগর পূর্ব অংশের ২৮০ নম্বর বুথের বি এল ও প্রবীর সামন্ত জানান, এই রতন বাবুর সাথে তার স্বর্গীয় পিতার বয়সের সামঞ্জস্য নেই। তার প্রমান দিতেই নির্বাচন কমিশন হেয়ারিং এ ডেকেছে তিনি শুধুমাত্র তাঁর দায়িত্ব পালনে ওই পরিবারে নোটিশ ধরিয়েছেন। তিনি আরও জানান,বৃহস্পতিবার রাতে কমিশন থেকে এক নতুন নির্দেশ এসেছে তাতে বলা হয়েছে ভারতীয় সেনাদের ক্ষেত্রে হেয়ারিং নিয়ে নিয়ম কিছুটা শিথিল করেছে কমিশন। কমিশনের নতুন নির্দেশে শুনানিতে ডাকা সেনা কর্মীর পরিবের যে কেউ ওই সেনার সাথে নিজের সম্পর্কের প্রমান দিয়ে সেনার হয়ে শুনানিতে হাজির থেকে উপযুক্ত নাগরিকত্ব বিষয়ে তার প্রমাণ গুলি পেশ করতে পারেন।1
- ৮ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে সিউড়ি রাজনগর রুটে পাকা সড়কে চন্দ্রপুর থানার হীরাখুনি মোড়ের কাছে একটি লরি উল্টে যায়৷ আর তাতেই লরির তলায় চাপা পড়ে ১ ব্যক্তির মৃ*/*/ত্যু ঘটে৷1
- মাকে নিয়ে বিকালবেলা ঘুরতে যাওয়া সময় ক্যামেরা বন্দি করলাম1
- গতকাল আনুমানিক রাত ৯ঃ১৫ নাগাদ হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত মান্দারণ পর্যটন কেন্দ্রের ব্রিজের কাছাকাছি একটি চারচাকা গাড়ির সাথে একটি মোটর বাইকের সরাসরি সংঘর্ষ হয়। আর সে ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয় বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে গোঘাট থানার পুলিশ। আহত ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে কামারপুকুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। চার চাকায় থাকা আরোহীদের কারোর কোন খোঁজ পাওয়া যায়নি।1
- আরামবাগ - বর্ধমান রাজ্য সড়কে পথ অবরোধ বিজেপির বিস্তারিত দেখুন #newsarambaghtown #arambaghhooghly #আইপ্যাক #আরামবাগ #banglanewslive #মমতাব্যানার্জি #Banglanews #reelsfacebook #BJPNEWS #Hooghly #bjp News Arambagh Town1
- আইপ্যাক (I-PAC) অফিস এবং তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেলের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সাম্প্রতিক তল্লাশির প্রতিবাদে উত্তাল হয়ে উঠল ঝাড়গ্রাম জেলার শিলদা। বৃহস্পতিবার বিনপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় শিলদাতে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে এই ধরণের হানা চালানো হচ্ছে। এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ শিলদার রাজপথে আয়োজিত এই মিছিলে তৃনমূলের অসংখ্য নেতা-কর্মী পা মেলান এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিনপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চিন্ময় মাহাত, বিনপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাজীব মুর্মু, বিনপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার,পূর্ত কর্মাধ্যক্ষ হেমলেট মান্ডি, শিলদা অঞ্চলের প্রধান সম্পিতা মল্লিক মন্ডল এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন ব্লকের একাধিক নেতা ও কর্মীবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা হুঁশিয়ারি দেন যে, ভয় দেখিয়ে বা কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে তৃণমূলের জয়যাত্রা থামানো যাবে না। সামনের দিনে এই আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ব্লক নেতৃত্ব।1
- রাজ্যজুড়ে চলছে স্টুডেন্ট উইক। তারই অঙ্গ ফুড ফেস্টিভ্যাল। শুক্রবার দাসপুরের রাজনগর জুনিয়র গার্লস স্কুলে এক অন্যরকম আনন্দের দিন। ছাত্রছাত্রী সংখ্যা হাতে গোনা হলেও উৎসাহে, আন্তরিকতায় কোনো কমতি ছিল না। ছোট্ট স্কুল চত্বর জুড়ে আয়োজন করা হয়েছিল ফুড ফেস্টিভ্যাল—যেখানে খাবারের স্বাদে মিশে গিয়েছিল হাসি, গল্প আর ভালোবাসা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ব্রততী ঘটক জানান,শিক্ষিকা, অভিভাবক আর খুদে ছাত্রীরা মিলেই এই অনুষ্ঠানকে করে তুলেছিল প্রাণবন্ত। কেউ এনেছে ঘরের বানানো পিঠে-পায়েস, কেউ বা মজাদার নোনতা খাবার,চিলি চিকেন,রাইস,চিকেন কষা,ঘুগনি, ফুচকা কী নেই। রঙিন সাজে, ছোট ছোট স্টলে সাজানো খাবার যেন স্কুলের প্রতিদিনের চেনা পরিবেশকে বদলে দিয়েছিল উৎসবের রূপে। তিনি আরও জানান গ্রামাঞ্চল এই সব খাবার বানাতে যথেষ্ট খরচ হয় ছাত্রছাত্রীদের পরিবারের। প্রত্যকটি স্টলের খাবারের নির্দিষ্ট দাম রাখা ছিল সেই দাম দিয়ে কিনেই আমরা সবাই খাবার খেয়েছি। সংখ্যায় ছোট হলেও এই ফুড ফেস্টিভ্যাল প্রমাণ করে দিল—আয়োজন বড় হতে হয় না, মনটা বড় হলেই যথেষ্ট। রাজনগরের জুনিয়র গার্লস স্কুলের এই আন্তরিক উদ্যোগ শিক্ষার পাশাপাশি সহমর্মিতা, ভাগাভাগি আর আনন্দের পাঠও শিখিয়ে দিল খুদে1
- শুরু হয়ে গেলো গঙ্গা সাগর মেলা বিবেকানন্দ মূর্তি তে মালা দিয়ে প্রদীপ জ্বালিয়ে বাবু ঘাটের সাধু বাবা দের এবং তীর্থ যাত্রীদের জন্য ক্যাম্প এর উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়1
- 🔴 LIVE পুইন দেওয়ান পীরের ১৪৯ তম বর্ষের ঐতিহ্যবাহী মেলার শুভ উদ্বোধন পুইন দেওয়ান পীরের ১৪৯তম বর্ষের ঐতিহ্যবাহী মেলার শুভ সূচনা গ্রাম পরিক্রমার মধ্য দিয়ে হুগলির ঐতিহ্যবাহী পুইন দেওয়ান পীরের মেলা আজ সকাল থেকেই গ্রামবাসীর উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল। ঢাক, কাঁসর, ধর্মীয় সঙ্গীত ও শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো গ্রাম পরিক্রমা, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হল ১৪৯তম বর্ষের মেলা। শতাব্দী প্রাচীন এই মেলা শুধু ধর্মীয় আস্থা নয়, সামাজিক সম্প্রীতি ও লোকসংস্কৃতির এক অনন্য মিলনক্ষেত্র। পীর সাহেবের দরবার থেকে শুরু হয়ে পুরো গ্রাম ঘুরে এই শোভাযাত্রা পৌঁছায় মেলা প্রাঙ্গণে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের ঢল নামে। মেলা কমিটির সম্পাদক ও সভাপতি তাঁদের বক্তব্যে বলেন, “পুইন দেওয়ান পীরের মেলা আমাদের গ্রাম ও এলাকার ঐতিহ্যের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম এই মেলাকে ঘিরে মানুষের আবেগ, বিশ্বাস ও সংস্কৃতি জড়িয়ে রয়েছে।” তাঁরা আরও জানান, এবছর মেলায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীত, শিশুদের প্রতিযোগিতা, কবিতা পাঠ, কুইজ ও বিশেষ আকর্ষণ হিসেবে যাত্রাপালা, যা মেলাকে আরও রঙিন করে তুলবে। মেলা চলাকালীন নিরাপত্তা ও ব্যবস্থাপনার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে যাতে দর্শনার্থীরা মেলা উপভোগ করতে পারেন, সেই জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের এক অনন্য মিলনস্থল — পুইন দেওয়ান পীরের মেলা — আবারও প্রমাণ করল গ্রামীণ বাংলার প্রাণশক্তি ও সম্প্রীতির ছবি।1