Shuru
Apke Nagar Ki App…
অব্যাহত কর্মবিরতি। ন'দিনের মাথায় বুধবার দুর্গাপুর নগর নিগমের পশ্চিমবঙ্গ অস্থায়ী পৌর স্বাস্থ্যকর্মীরা পথ অবরোধে নামলেন। মহকুমা শাসক দপ্তরের সামনে পথ অবরোধ করে শুয়ে পড়লেন তারা। প্রায় আধঘন্টা ধরে চলে অবরোধ। অবরোধের জেরে সৃষ্টি হয় যানজট। দ্রুত বেতন বৃদ্ধি করা না হলে কর্মবিরতে চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। বিক্ষোভে নেমে মৌসুমী সেনগুপ্ত বলেন,"১৫হাজার টাকা বেতন বৃদ্ধি করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের কোন সুরাহা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব।"
Sanatan Garai
অব্যাহত কর্মবিরতি। ন'দিনের মাথায় বুধবার দুর্গাপুর নগর নিগমের পশ্চিমবঙ্গ অস্থায়ী পৌর স্বাস্থ্যকর্মীরা পথ অবরোধে নামলেন। মহকুমা শাসক দপ্তরের সামনে পথ অবরোধ করে শুয়ে পড়লেন তারা। প্রায় আধঘন্টা ধরে চলে অবরোধ। অবরোধের জেরে সৃষ্টি হয় যানজট। দ্রুত বেতন বৃদ্ধি করা না হলে কর্মবিরতে চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। বিক্ষোভে নেমে মৌসুমী সেনগুপ্ত বলেন,"১৫হাজার টাকা বেতন বৃদ্ধি করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের কোন সুরাহা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব।"
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- অবিলম্বে অসীম সরকারের গ্রেপ্তার চাই সারা বাংলার মানুষ তাকিয়ে রয়েছে। কোরআনকে অপমান কুরুচি মন্তব্য করাকে নিয়ে ক্ষিপ্ত সারা পশ্চিমবঙ্গের মুসলমান3
- কিষাণ মান্ডিতে সরকারি পদ্ধতিতে সরকারি মূল্যে কৃষকের কাছ থেকে শুরু হয়েছে ধান কেনা, চন্দ্রকোনার জয়ন্তীপূর এলাকায় সেই কিষাণমন্ডি পরিদর্শন করলেন চন্দ্রকোনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ । কৃষকদের সুবিধা অসুবিধা নিয়ে কৃষকদের কাছ থেকে খোঁজ খবর নিলেন তিনি।1
- ফের চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে।রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হল এক ১৪ বছরের কিশোরের। মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়ালো রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ত্রনে আনে। জানাযায় রঞ্জিত মাল তারাপীঠে সবুজ পল্লী বাড়ি আজ মঙ্গলবার দুপুরে মোটর বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন।তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার।পরিবারে অভিযোগ ভর্তি করার পর কোনো চিকিৎসা করেনি চিকিৎসকরা। মায়ের অভিযোগ ছেলে যন্ত্রণায় কাতরা ছিল ডাক্তার বাবুর কাছে বার বার গিয়ে বলি ছেলে ছটপট করছে। কিন্তু তারা কেউ এলো না,বলে তিন ঘন্টা পর যাবে।অথচ তারা গল্প করছে। তাও দেখতে এলনা ফলে আমার ছেলের মৃত্যু হয়।আমারা চায় ওই চিকিৎসকের শাস্তি হোক। মৃত্যুর খবর ছড়াতে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর রামপুরহাট থানার পুলিশ এসে নিয়ত্রনে আসে।1
- রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পুরুলিয়ার পাড়া ব্লকের জবড়রা ঝাঁপড়া ২নং অঞ্চলের ২ নং শক্তিকেন্দ্র ফুসড়াবাদ মোড়ে ভারতীয় জনতা পার্টির মন্ডল ৪ এর তরফে পরিবর্তন সভার আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার বিকেলে চারটে নাগাদ এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য চরন বাউরী, জেলা কমিটির সদস্য চন্ডী চরণ রায়, স্বপন রায়,টোটন মুখার্জি, খোকন বাউরী, মন্ডল সভাপতি শিব শম্ভু বাউরী, জেনারেল সেক্রেটারি সহদেব বাউরী ত্রিলোচন মাঝি সহ অন্যান্যরা।1
- ২০০২ এ ভোটার লিস্টের নাম না হয় এক প্রতিবন্ধীর পরিবার হেয়ারিং এ ডাক পেলেন নাকাশিপাড়া বিডিও অফিসে1
- তৃণমূল পরিচালিত দাসপুর ২। ব্লকের খুকুড়দহ গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিন ওই গ্রাম পঞ্চায়েত কার্যালয় পরিকাঠামো না থাকার কারণে সমস্যায় পড়তে হতো কার্যালয়ে আসা গ্রাম পঞ্চায়েতের অধীন ভোটারদের।কারণ কার্যালয়ের মধ্যে ছিল না কোন দপ্তরের রুম।যার ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো অনেককেই।এবার কয়েক লক্ষ টাকা ব্যয়ে নতুনভাবে পরিকাঠামো করা হচ্ছে পঞ্চায়েত কার্যালয়টি। নতুন বছরের শুরুতেই রয়েছে সেই কার্যালয়ের উদ্বোধন।প্রধান প্রতিমা রানা ও উপপ্রধান নারায়ণ চন্দ্র মন্ডল জানান এবার থেকে পঞ্চায়েতে আশা কোন ভোটারদের আর দাঁড়িয়ে থাকতে হবে না,নির্দিষ্ট সময়ে তারা তাদের নিজস্ব কাজ সফল করতে পারবে।2
- অব্যাহত কর্মবিরতি। ন'দিনের মাথায় বুধবার দুর্গাপুর নগর নিগমের পশ্চিমবঙ্গ অস্থায়ী পৌর স্বাস্থ্যকর্মীরা পথ অবরোধে নামলেন। মহকুমা শাসক দপ্তরের সামনে পথ অবরোধ করে শুয়ে পড়লেন তারা। প্রায় আধঘন্টা ধরে চলে অবরোধ। অবরোধের জেরে সৃষ্টি হয় যানজট। দ্রুত বেতন বৃদ্ধি করা না হলে কর্মবিরতে চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। বিক্ষোভে নেমে মৌসুমী সেনগুপ্ত বলেন,"১৫হাজার টাকা বেতন বৃদ্ধি করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের কোন সুরাহা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব।"1
- পাঁশকুড়া বর্ধমান বাসের ভিতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পাঁশকুড়া বাসস্ট্যান্ডে2
- দু-তিনটে ইস্যু যদি আটকে দেওয়া যায় বিজেপিকে, ধর্ম নিয়ে বোলোনা, তুমি রোহিঙ্গা নিয়ে অনুপ্রবেশ নিয়ে বোলোনা, এই দু-তিনটে সাবজেক্ট নিয়ে যদি আটকে দেওয়া যায়,বলা হয় এবার তোমাদের কথা বলো তাহলে বলতে পারবে না। আজ কোলকাতায় অমিত শাহের সাংবাদিক বৈঠকে অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে দোষারোপ করার পরিপেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে রামপুরহাটে মন্তব্য করেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক শতাব্দী রায়। আজ বীরভূমের রামপুরহাটে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন সাংসদ শতাব্দী রায়।1