Shuru
Apke Nagar Ki App…
Babulal Sarkar
More news from Murshidabad and nearby areas
- Post by Babulal Sarkar1
- এসআইআর ইস্যুতে পাঁচ দফা দাবিতে লালবাগে নাগরিক মঞ্চের ডেপুটেশন1
- উন্নয়নের বার্তা নিয়ে মানুষের দুয়ারে তৃণমূল : ভরতপুরে বর্ণাঢ্য উন্নয়নের পাঁচালী কর্মসূচি1
- উন্নয়নের সংলাপ কর্মসূচি অনুষ্ঠিত হলো রামপুরহাট বিধানসভার অন্তর্গত খরুন অঞ্চলে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় উন্নয়নের সংলাপ কর্মসূচির আয়োজন করা হয় মঙ্গলবার দুপুরে রামপুরহাট 1 নম্বর ব্লকের খরুন অঞ্চলে । উপস্থিত ছিলেন রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত সহ খরুন অঞ্চলের তৃণমূল নেতৃত্ব। এই কর্মসূচি মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে রাজ্যের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তৃণমূল নেতৃত্ব1
- নাকাশিপাড়া পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ পরে ডেপুটেশন ঘটনাস্থলে পুলিশ1
- rc car new shop1
- *★ডালমিয়া রেল সাইডিংয়ে নতুন দিগন্ত*★ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর সালানপুর এরিয়ায় কয়লা পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও সুসংগঠিত করতে চালু হল নবনির্মিত ডালমিয়া রেলওয়ে সাইডিং। মঙ্গলবার এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসিএলের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর সতীশ ঝা। এই সাইডিং চালু হওয়ায় উৎপাদিত কয়লা দ্রুত ও স্বচ্ছভাবে পরিবহণ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালানপুর এরিয়ার জেনারেল ম্যানেজার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইটস লিমিটেডের ইস্টার্ন রিজিয়ন হেড আলোক বনসল, ইসিএলের ডিরেক্টর (মানব সম্পদ) গুঞ্জন কুমার সিনহা, ডিরেক্টর (প্রকল্প ও পরিকল্পনা) গিরিশ গোপীনাথ নায়ার, ডিরেক্টর (অপারেশন) নীলাদ্রি রায়, ডিরেক্টর (ফাইন্যান্স) আঞ্জার আলম, ইস্ট সেন্ট্রাল রেলওয়ের ধানবাদ ডিভিশনের ডিসিএম মলখরাজ ও আসানসোল ডিভিশনের আধিকারিক রাহুল কুমার। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সিএমডি বাটন টিপে সাইডিংয়ের উদ্বোধন করেন এবং রেক ইঞ্জিনে সবুজ পতাকা দেখিয়ে বাণিজ্যিক কার্যক্রমের সূচনা করেন। প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের মাধ্যমে বছরে প্রায় ৬ মিলিয়ন টন কয়লা ডিসপ্যাচ করা যাবে। এখানে দুটি লোডিং প্ল্যাটফর্ম, রেলওয়ে ওয়েব্রিজ এবং আধুনিক পে-লোডার লোডিং ব্যবস্থা রয়েছে। বনজেমিহারি ওপেন কাস্ট প্রজেক্টের সম্প্রসারণের ফলে পুরনো সাইডিং স্থানান্তরিত করে এই ডালমিয়া রেল সাইডিং গড়ে তোলা হয়েছে।1
- Post by Babulal Sarkar1