Shuru
Apke Nagar Ki App…
ম্যারাথন দৌড় ও ফুটবল প্রতিযোগিতা চাকলতোর মানভূম সোসাইটির উদ্যোগে অন্যান্য বৎসরের ন্যায় এ বছরও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড় ও মহিলা ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতা আকারে সারাদিনব্যাপী এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে উত্তীর্ণদের হাতে পুরস্কার তুলে দেন বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো ও সোসাইটির সকল সদস্য সদস্যরা।
Subrata Mandal
ম্যারাথন দৌড় ও ফুটবল প্রতিযোগিতা চাকলতোর মানভূম সোসাইটির উদ্যোগে অন্যান্য বৎসরের ন্যায় এ বছরও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড় ও মহিলা ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতা আকারে সারাদিনব্যাপী এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে উত্তীর্ণদের হাতে পুরস্কার তুলে দেন বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো ও সোসাইটির সকল সদস্য সদস্যরা।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- অন্যান্য বৎসরের ন্যায় এ বছরও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড় ও মহিলা ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতা আকারে সারাদিনব্যাপী এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে উত্তীর্ণদের হাতে পুরস্কার তুলে দেন বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো ও সোসাইটির সকল সদস্য সদস্যরা।1
- ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন MY Bharat এর তত্ত্বাবধানে বরাবাজার ব্লকের বামুনডিহা তুড়কু মোড় থেকে নডিহা মোড় পর্যন্ত একটি তিরঙ্গা পদযাত্রার আয়োজন করা হয়।এদিনের এই কর্মসূচি একটি জাতীয় স্তরের যুব সচেতনতা ও অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হয়।,যার উদ্দেশ্য হলো সচেতন, নৈতিক ও সক্রিয় ভোটার হিসেবে যুব সমাজকে গড়ে তোলা - বিশেষ করে প্রথমবার ভোটদাতাদের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা। এই কর্মসূচিতে যুব সম্প্রদায়কে কলম দিয়ে উদ্বুদ্ধ করা হয় এবং সেই সঙ্গে সকলে মিলে শপথ বাক্য পাঠ করাও হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী বৃন্দাবন মাহাতো, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী দিলীপ কুমার মাহাতো, আনন্দ মাহাতো, গনেশ পরামানিক সহ অন্যান্য সকল সমাজকর্মীবৃন্দ।1
- পুরুলিয়ার মানুষদের জন্য খুশির খবর, পুরুলিয়া-বাঁকুড়া ভায়া হুড়া হয়ে রেল লাইনের অনুমোদন, জানালেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জ্যেতির্ময় সিং মাহাতো।1
- পুরুলিয়ার কুশল ভারত গ্রুপের আরো একটি নতুন সংযোজন হল পুরুলিয়া turf ক্লাব। প্রজাতন্ত্র দিবসের দিন সন্ধ্যাবেলায় ফিতে কেটে turf ক্লাবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন পুরুলিয়ার বিশিষ্ট শিল্পপতি নরেশ আগরওয়াল। এর আগেও শিক্ষা, ট্যুরিজম সহ বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে এসেছেন পুরুলিয়া মানুষের কথা ভেবে। কিন্তু দিন দিন মানুষের যেভাবে মানসিক চাপ বাড়ছে এবং সময়ের সংকটে সকলে স্বাস্থ্য পরিচর্যা করার সময় পাচ্ছেন না এবং বাচ্চাদের কে মোবাইল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় মনোনিবেশ করার জন্য তিনি পিকেল বল খেলার জন্য সূচনা করলেন turf ক্লাবের। এখানে খেলাধুলার সাথে সাথে থাকবে বিভিন্ন রকম সফট ড্রিঙ্কস ও স্নাক্স এর ব্যবস্থা। তিনি জানালেন এখানে যারা অংশ নিতে চাইবেন তাদেরকে ন্যূনতম একটি ফিজ বহন করতে হবে এবং অনলাইন অ্যাপ এর মধ্যে চালু হবে পরিষেবাটি। এছাড়াও পরবর্তীতে তিনি পুরুলিয়ার মানুষের জন্য স্বাস্থ্যপরিসেবা নিয়ে ভাবছেন বলে জানালেন।4
- পুরুলিয়া জেলা রঘুনাথপুর দু’নম্বর ব্লকের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাবড়া পাহাড়ে আজ ২৬শে জানুয়ারি গণতন্ত্র দিবসের পুণ্য লগ্নে দ্বিতীয় বর্ষের পাবড়া পাহাড় পর্যটন উৎসবের শুভ উদ্বোধন হলো। প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে মেলার উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, মেলা কমিটির চেয়ারম্যান সৌমেন বেলথরিয়া এবং বিশিষ্ট অতিথি ‘সাইকেল ম্যান’ অক্ষয় ভগত। উদ্বোধনের পর আগত অতিথি, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর উদ্বোধনী সংগীত ও মনোমুগ্ধকর আদিবাসী নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।পাঁচ দিনব্যাপী এই পর্যটন মেলায় বসেছে অসংখ্য দোকান। মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।1
- নিতির নবীন দুর্গাপুরের মাটিতে পা রাখতেই চূড়ান্ত বিশৃঙ্খলা। বিজেপির বহু কর্মীর মানিব্যাগ চুরি। কর্মীদের মধ্যে হাতাহাতিতে পড়ে গেলেন একাধিক বিজেপির রাজ্য নেতৃত্ব।1
- BJP+TMC.............2026....... kuch bat chit1
- গ্রামে রমরমে বাড়ছে অবৈধ মদের কারবার, আসক্ত হয়ে পড়ছে যুবক থেকে বৃদ্ধরা। প্রতিটি পরিবারে বেড়ে উঠছে ঝামেলা। পরিবারে অভাবের তাড়না খেতে হচ্ছে মহিলাদের, পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা বাধার সম্মুখীন হচ্ছে।প্রশ্ন উঠছে এই কারবার কি প্রশাসন জানতে পারছে না? নাকি জেনেও না জানা1