Shuru
Apke Nagar Ki App…
মেখলিগঞ্জ মহকুমায় SIR নোটিসের মানসিক চাপে হৃদরোগে মৃত্যু, মৃতের বাড়িতে বিধায়কের সমবেদনা
Changrabandha Times
মেখলিগঞ্জ মহকুমায় SIR নোটিসের মানসিক চাপে হৃদরোগে মৃত্যু, মৃতের বাড়িতে বিধায়কের সমবেদনা
- User6224Bishalgarh, Sepahijala🙏10 hrs ago
- Haradhan Barmanসন্দেশখালি ১, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ🤝11 hrs ago
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় দার্জিলিং জেলার প্রতিনিধি মৌসুমি সিংহা, বিদ্যালয়ে সম্বর্ধনা1
- ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মোথাবাড়ির এক পরিযায়ী শ্রমিকের। মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক দুই ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরামপুর গাজিয়াপাড়া এলাকার বাসিন্দা উৎপল মন্ডল প্রায় এক মাস আগে মুম্বাইয়ের থানেতে পরিবারের তাগিদে কাজে যায়।তার পরিবারে রয়েছে বাবা মা সহ স্ত্রী ও দেড় বছরের এক ছেলে। আগামীকাল তার বাড়ি ফেরার কথা ছিল। তার আগেই সেখানে অসুস্থ্য হয়ে হাসপাতালে তাকে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন উৎপল। তার মৃত্যুতে দিশেহারা পরিবার। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তার স্ত্রী। বুধবার সেই পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। কিছু আর্থিক সাহায্য সহ পরিবারের পাশে থাকা আশ্বাস দিয়েছেন মন্ত্রী।।1
- এই ভিডিওটা কেমন হয়েছে শেয়ার কমেন্ট করে জানাবেন1
- স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভ/য়া/ব/হ দুর্ঘটনায় স্কুল ছাত্রী মৃ///ত্যু লালগোলায়1
- বিজেপি সব নেতা কর্মীদের মাতাল ও নেশাগ্রস্ত বলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপির মহিলা মোর্চা। বুধবার রাতে রামপুরহাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজেপির মহিলা মোর্চার বীরভূম সাংগঠনিক জেলা সভানেত্রী রশ্মি দে। সঙ্গে ছিলেন বিজেপির বীরভূম জেলার নেতা নেত্রীরা। প্রসঙ্গত ৬ জানুয়ারি বীরভূমের রামপুরহাটের বিনোদপুরে তৃণমূল কংগ্রেসের 'রণ সংকল্প' সভা ছিল। সেই সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখার সময় বিজেপি নেতা ও কর্মীদের উদ্দ্যেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপি যারা করেন তারা সকলেই মাতাল, পাতা খোর ও নেশাগ্রস্ত। শিক্ষিত মানুষ কেউ বিজেপি করে না"। এই বক্তব্যের পরিপেক্ষিতে অভিযোগকারী বিজেপির বীরভূম জেলা নেত্রী রশ্মি দে বলেন, "আমরা ভদ্র বাড়ির মহিলা। কারও মতো অর্ধশিক্ষিত নই। আমরা শান্তিপূর্ণ ভাবে সম্মানের সঙ্গে বিজেপি দল করি। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতা ও কর্মীদের বিরুদ্ধে যে আপত্তিকর, অসন্মানজনক ও অসাংবিধানিক মন্তব্য করেছেন তাতে আমরা অসম্মানিত হয়েছি তাই অভিযোগ দায়ের করলাম।1
- পুজো দিলেন অভিষেক1
- ফের গতির বলি এক চিকিৎসক! খড়িবাড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দার্জিলিং সদর হাসপাতালের চিকিৎসকের1
- আগামী ১৭ তারিখ মালদায় আসছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের মোরগ্রাম বাইপাস সংলগ্ন ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও মালদা টাউন স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী। বুধবার বিকেলে এই মর্মে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করা হয় বিজেপির পক্ষ। সবাই স্থল পরিদর্শন করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জী সহ উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা।1
- বিড়াল দেখ কেমন করছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন1