Shuru
Apke Nagar Ki App…
বাঁদনা উৎসব উপলক্ষে শুক্রবার দুপুরে রামপুরহাট এক ব্লকের কুসুম্বা অঞ্চলের সোলাগড়িয়া ও বড়পাহাড়ী গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নতুন বস্ত্র তুলে দিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার বিধায়ক বন্দ্যোপাধ্যায়। এদিন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রামপুরহাট ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি নিহার মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব।
LOCAL VOICE
বাঁদনা উৎসব উপলক্ষে শুক্রবার দুপুরে রামপুরহাট এক ব্লকের কুসুম্বা অঞ্চলের সোলাগড়িয়া ও বড়পাহাড়ী গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নতুন বস্ত্র তুলে দিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার বিধায়ক বন্দ্যোপাধ্যায়। এদিন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রামপুরহাট ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি নিহার মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- আগ্নেয়াস্ত্র-সহ হোটেল মালিক গ্রেফতার, উদ্ধার ৭ এমএম পিস্তল1
- বীরভূমের রামপুরহাটের ভাঁড়সালা পাড়ায় সন্দেহভাজন ঘোরাফেরা, আগ্নেয়াস্ত্র উদ্ধার1
- নলহাটি বিধানসভায় সমাজবাদী পার্টির কর্মী সম্মেলন, জোর প্রস্তুতিতে সংগঠন1
- বহরমপুর তৃণমূল কার্যালয়ে জেলা পরিষদ সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ফিরহাদ হাকিমের1
- বর্তমানে এলাকার রাস্তাঘাট উদ্বোধন প্রসঙ্গে সাংবাদিক বৈঠক : বড়ঞার BJP নেতা মহঃ জালাল উদ্দিন (আফাজ)-র1
- ফারাক্কার মানুষের স্বার্থে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম L & T কোম্পানীর সহযোগিতায় উন্নতমানের এম্বুলেন্স প্রদান ফারাক্কা ব্লকের বেওয়া এক নম্বর পঞ্চায়েত এলাকায়।1
- দুর্গাপুরের জয় বালাজি গ্রুপের ম্যারাথন দৌড়। রবিবার সকালে কয়েকশো যুবক যুবতী ম্যারাথন দৌড়ে অংশ নেন। চতুর্থ বছরে পদার্পণ করল। উপস্থিত ছিলেন জেলাশাসক পন্নামবলাম এস, পুলিশ কমিশনার সুনীল চৌধুরী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ। জেলাশাসক বলেন,"শীতকালেও যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা দেখলাম তাতে আমার খুব ভালো লাগলো। দুর্গাপুর এগিয়ে যাচ্ছে। এই ধরনের অনুষ্ঠান মাঝেমধ্যেই হয়ে থাকে। তার মধ্যে অন্যতম জয় বালাজি গ্রুপের ম্যারাথন দৌড়।"1
- SIR-হিয়ারিংয়ে গিয়ে মৃত্যু বৃদ্ধের। বীরভূমের রামপুরহাটে শুনানি কেন্দ্রে মৃত্যু। এসআইআর শুনানিতে গিয়ে হৃদরোগে মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বীরভূমের রামপুরহাটে। মৃতের নাম কাঞ্চন কুমার মন্ডল বয়স আনুমানিক ৭৫ বছর । তার বাড়ি বীরভূমের রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, শুনানির নোটিস পেয়ে শনিবার তিনি বীরভূমের রামপুরহাট -১ ব্লক অফিসে গিয়েছিলেন। সাইকেল থেকে নামতেই সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, নোটিস পেয়ে তিনি চিন্তায় ছিলেন। সেই কারণেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই ঘটনাকে ঘিরে রামপুরহাট শহর ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকেই ব্লক অফিস চত্বরে ভিড় জমতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কাঞ্চনকুমার মণ্ডল নির্ধারিত শুনানির সময়ের আগেই ব্লক অফিসে পৌঁছেছিলেন। সাইকেল নিয়ে তিনি অফিস চত্বরে ঢোকার পর আচমকাই অসুস্থ বোধ করেন।1