Shuru
Apke Nagar Ki App…
আগামীকাল মঙ্গলবার ৬ ই জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বিনোদপুর মাঠে জনসভা করবেন। ঠিক তার আগে আজ সোমবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর জনসভার মাঠ পরিদর্শন করলেন বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।এদিন মাঠের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তারা।
LOCAL VOICE
আগামীকাল মঙ্গলবার ৬ ই জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বিনোদপুর মাঠে জনসভা করবেন। ঠিক তার আগে আজ সোমবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর জনসভার মাঠ পরিদর্শন করলেন বিধানসভার ডেপুটি স্পিকার তথা বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।এদিন মাঠের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তারা।
More news from Birbhum and nearby areas
- সোনালীর খাতুনের সন্তানের নামকরণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর করে বাংলাদেশে দিল্লি পুলিশ পুশব্যাক করেছিল সোনালী খাতুনকে তেমনটাই অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। গর্ভবতী সোনালীর উপর হয়েছিল একাধিক অত্যাচার। পরে রাজ্য সরকারের উদ্যোগে মামলা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছয় মাস পর দেশে ফিরে আসেন সোনালী। সেই সোনালীই জন্ম দিয়েছেন ফুটফুটে এক পুত্র সন্তানের। আর এবার তাঁর নাম রেখেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনালী ছোট্ট সন্তানের নাম রাখলেন ‘আপন’। মঙ্গলবার বিকেলে রামপুরহাটের বিনোদপুরে জনসভা শেষ করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে সোনালীর সাথে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনালীর সমস্ত বিষয়ে খোঁজ-খবর নেন তিনি, এখনো সোনালী স্বামীর সহ যারা বাংলাদেশে আটকে আছে তাদের ফিরিয়ে আনার আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোনালীর আবদার মত তার সন্তানের নাম করন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।1
- ভরতপুরের আমলাই পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পের ১৭৯৬ মিটার দীর্ঘ রাস্তা নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন1
- ভয়েস ১ দূষনের যন্ত্রনা ভোগ করছে স্থানীয়রা, আর চাকরীর বেলায় স্থানীয়দের ভোটার আধার কার্ড দেখলে তাদেরকে বঞ্চিত করে বহিরাগতদের কাজে নেওয়া হচ্ছে। এমনই এক অভিযোগ এনে দলের ঝান্ডা হাতে নিয়ে দুর্গাপুরের সগড়ভাঙা কলোনিতে প্রতিবাদ কর্মসূচী তৃণমূল কর্মী সমর্থকদের ,আর এইপ্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়ের। মাইকিং বাইট = স্বপন বন্দ্যোপাধ্যায় ( জেলা তৃণমূল সহ সভাপতি ) ভয়েস দুই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বারবার বলেছেন স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে কাজের ক্ষেত্রে, এখানে কোনো কারখানা কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর এই বার্তাকে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ, উল্টে রাজ্য সরকারের কোনো শ্রম নিয়ম নীতি মানতে চাইছে না কারখানা গুলি, এতে প্রতিনিয়ত কারখানাগুলির দূষণের যন্ত্রনা ভোগ করেও দুর্গাপুরের স্থানীয়রা থাকছেন ব্রাত্য আর বহিরাগতরা পাচ্ছে গুরুত্ব। এই আন্দোলনে কোনো বিহিত না হলে প্রয়োজনে কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানানো হবে বলে জানালেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়।1
- বেথুয়াডহরী-১এর বুধবার হাটতলা রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন নদীয়া জেলা পরিষদের সদস্যা1
- বিড়াল দেখ কেমন করছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন1
- মালদার কালিয়াচক থানার কাশিম নগর নিচুপাড়ার। গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক জামালুদ্দিন সেখ। তিনি পেশায় জল ব্যবসায়ী। বন্দুকের বাঁট দিয়ে মারা হয় তাঁর ছেলে সামিম সেখ এবং ভাইপো সাদ্দাম সেখকে। অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী বাবর আলী ও তাঁর ছেলে হেদায়েত এই ঘটনার পর পলাতক। দুদিন আগে গ্রামে ক্রিকেট খেলা নিয়ে গন্ডগোল বাঁধে। যা নিয়ে গতকাল সালিশি সভা হয়। সেখানেও বিবাদ বাধে। এরপর আজ সকালে জামালুদ্দিন শেখকে জল নেওয়ার নাম করে বাড়িতে ডাকে বাবর আলী। এরপর বাড়িতে ঢুকিয়ে অভিযুক্তরা জামালুদ্দিন সেখকে গুলি মারে। পিঠে গুলি লাগে তার। খবর পেয়ে তার ছেলে শামীম শেখ এবং তার ভাতিজা সাদ্দাম শেখ গেলে তাদেরকে বন্ধুকে বাট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ এবং আক্রান্তরা এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। জানান মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি।1
- বীরভূম জেলার সুমন মূখার্জী কাঁপিয়ে দিলো আকাশ আটের মঞ্চ1
- SIR- এ অমর্ত্য সেন কে নোটিশ কমিশনকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বীরভূমের রামপুরহাটের বিনোদপুরে মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও নোটিস পাঠানো হয়েছে বলে এ দিন জানান অভিষেক। একই সঙ্গে অভিনেতা দেব ও ক্রিকেটার মহম্মদ শামিকেও নোটিস পাঠানোর প্রসঙ্গ তুলে ধরেন তিনি। অভিষেকের দাবি, স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR-এর মাধ্যমে বাংলার বাঙালিকে টার্গেট করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এমন পোড়া কপাল যে অমর্ত্য সেনকে নোটিস পাঠিয়েছে। যিনি নোবেল পেয়েছেন, বিশ্বমঞ্চে দেশের নাম সমৃদ্ধ করেছেন। গতকাল দেখলাম দেবকে হিয়ারিং নোটিস পাঠিয়েছে। মহম্মদ শামি, যিনি দেশের জন্য বিশ্বকাপ জিতেছেন, তাঁকেও নোটিস পাঠিয়েছে। আসলে নোটিস পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত বলছে।’ অভিষেকের বার্তা, ‘আগামিদিনে বিজেপিকে আনম্যাপ করার ডাক দেবেন বাংলার মানুষ।’1