logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

২০৪৭ এর মধ্যে বিকশিত হবে বাংলা: নিতিন নবীন ২০৪৭ এর মধ্যে বিকশিত হবে বাংলা, দুর্গাপুরের জনসভা থেকে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। নিতিন নবীন কমল মেলার উদ্বোধন করে যুব শক্তিকে জেগে ওঠার ডাক দিলেন তিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত এগিয়ে যাচ্ছে। বাংলা কিভাবে আগে যাবে সেই নিয়েও চিন্তা করছে প্রধানমন্ত্রী।

4 hrs ago
user_Sanatan Garai
Sanatan Garai
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
4 hrs ago

২০৪৭ এর মধ্যে বিকশিত হবে বাংলা: নিতিন নবীন ২০৪৭ এর মধ্যে বিকশিত হবে বাংলা, দুর্গাপুরের জনসভা থেকে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। নিতিন নবীন কমল মেলার উদ্বোধন করে যুব শক্তিকে জেগে ওঠার ডাক দিলেন তিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত এগিয়ে যাচ্ছে। বাংলা কিভাবে আগে যাবে সেই নিয়েও চিন্তা করছে প্রধানমন্ত্রী।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • AAG KE BJP KA KUCH MITTING DURGAPUR RATH MADAIN ME
    1
    AAG KE BJP KA KUCH MITTING  DURGAPUR RATH MADAIN ME
    user_MOHAMMAD ALAM
    MOHAMMAD ALAM
    Journalist দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    9 hrs ago
  • পশ্চিম বর্ধমানের এর আসানসোল:-দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ আসানসোলের লোকো স্টেডিয়াম মাঠে আসানসোল রেলওয়ে ডিভিশনের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএম সুদীর কুমার শর্মা। পতাকা উত্তোলনের পর তাঁকে গার্ড অফ অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিআরএম সুদীর কুমার শর্মা বলেন, ২৬ জানুয়ারি প্রতিটি ভারতবাসীর কাছে গর্ব ও সম্মানের দিন। ১৯৫০ সালের এই দিনেই ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং বিশ্ব দরবারে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলে। তিনি আরও বলেন, ভারতীয় রেল সর্বদা দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে এবং জাতির অগ্রগতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে পরিষেবা দিয়ে চলেছে। পাশাপাশি তিনি সকলকে আহ্বান জানান, এই প্রজাতন্ত্র দিবসে দেশ গঠনের কাজে সততা, নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে এগিয়ে আসার শপথ নেওয়ার জন্য।
    1
    পশ্চিম বর্ধমানের এর আসানসোল:-দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ আসানসোলের লোকো স্টেডিয়াম মাঠে আসানসোল রেলওয়ে ডিভিশনের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএম সুদীর কুমার শর্মা। পতাকা উত্তোলনের পর তাঁকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিআরএম সুদীর কুমার শর্মা বলেন, ২৬ জানুয়ারি প্রতিটি ভারতবাসীর কাছে গর্ব ও সম্মানের দিন। ১৯৫০ সালের এই দিনেই ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং বিশ্ব দরবারে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলে।
তিনি আরও বলেন, ভারতীয় রেল সর্বদা দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে এবং জাতির অগ্রগতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে পরিষেবা দিয়ে চলেছে। পাশাপাশি তিনি সকলকে আহ্বান জানান, এই প্রজাতন্ত্র দিবসে দেশ গঠনের কাজে সততা, নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে এগিয়ে আসার শপথ নেওয়ার জন্য।
    user_S kumar
    S kumar
    Photographer Kanksa, Paschim Bardhaman•
    23 hrs ago
  • ২৬ এর বিধানসভা নির্বাচন কে সামনে রেখে তৃণমূলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো রামপুরহাট বিধানসভার ছিটাসপুরে। মঙ্গলবার আনুমানিক দুপুর ৩ টা নাগাদ এই সভাটি অনুষ্ঠিত হয়। রামপুরহাট বিধানসভার নারায়নপুর,কুসুম্বা,আয়াস এই তিনটি অঞ্চলের কর্মী সমর্থক নিয়ে একটি জনসভার আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার তথা বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতা কর্মীরা।
    1
    ২৬ এর বিধানসভা নির্বাচন কে সামনে রেখে তৃণমূলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো রামপুরহাট বিধানসভার ছিটাসপুরে।  মঙ্গলবার  আনুমানিক দুপুর ৩ টা নাগাদ এই সভাটি অনুষ্ঠিত হয়। রামপুরহাট বিধানসভার নারায়নপুর,কুসুম্বা,আয়াস এই তিনটি অঞ্চলের কর্মী সমর্থক নিয়ে একটি জনসভার আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার তথা বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতা কর্মীরা।
    user_Rampurhat News
    Rampurhat News
    Journalist রামপুরহাট 1, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • ভরতপুর জামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসায় প্রজাতন্ত্র দিবস পালন
    1
    ভরতপুর জামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসায় প্রজাতন্ত্র দিবস পালন
    user_রাঢ় বাংলা
    রাঢ় বাংলা
    Reporter ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • পুরুলিয়া জেলা রঘুনাথপুর দু’নম্বর ব্লকের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাবড়া পাহাড়ে আজ ২৬শে জানুয়ারি গণতন্ত্র দিবসের পুণ্য লগ্নে দ্বিতীয় বর্ষের পাবড়া পাহাড় পর্যটন উৎসবের শুভ উদ্বোধন হলো। প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে মেলার উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, মেলা কমিটির চেয়ারম্যান সৌমেন বেলথরিয়া এবং বিশিষ্ট অতিথি ‘সাইকেল ম্যান’ অক্ষয় ভগত। উদ্বোধনের পর আগত অতিথি, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর উদ্বোধনী সংগীত ও মনোমুগ্ধকর আদিবাসী নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।পাঁচ দিনব্যাপী এই পর্যটন মেলায় বসেছে অসংখ্য দোকান। মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
    1
    পুরুলিয়া জেলা রঘুনাথপুর দু’নম্বর ব্লকের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাবড়া পাহাড়ে আজ ২৬শে জানুয়ারি গণতন্ত্র দিবসের পুণ্য লগ্নে দ্বিতীয় বর্ষের পাবড়া পাহাড় পর্যটন উৎসবের শুভ উদ্বোধন হলো। প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে মেলার উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, মেলা কমিটির চেয়ারম্যান সৌমেন বেলথরিয়া এবং বিশিষ্ট অতিথি ‘সাইকেল ম্যান’ অক্ষয় ভগত। উদ্বোধনের পর আগত অতিথি, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর উদ্বোধনী সংগীত ও মনোমুগ্ধকর আদিবাসী নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।পাঁচ দিনব্যাপী এই পর্যটন মেলায় বসেছে অসংখ্য দোকান। মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।
    user_Bidyut Mallik
    Bidyut Mallik
    Journalist পাড়া, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • অন্যান্য বৎসরের ন্যায় এ বছরও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড় ও মহিলা ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতা আকারে সারাদিনব্যাপী এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে উত্তীর্ণদের হাতে পুরস্কার তুলে দেন বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো ও সোসাইটির সকল সদস্য সদস্যরা।
    1
    অন্যান্য বৎসরের ন্যায় এ বছরও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড় ও মহিলা ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতা আকারে সারাদিনব্যাপী এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে উত্তীর্ণদের হাতে পুরস্কার তুলে দেন বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো ও সোসাইটির সকল সদস্য সদস্যরা।
    user_Subrata Mandal
    Subrata Mandal
    Reporter বুন্দওয়ান, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • দিল্লি থেকে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতির নবীন। তারপরেই তিনি সেখান থেকে রওনা দিলেন দুর্গাপুরে।।
    1
    দিল্লি থেকে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতির নবীন। তারপরেই তিনি সেখান থেকে রওনা দিলেন দুর্গাপুরে।।
    user_Sanatan Garai
    Sanatan Garai
    দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
  • পশ্চিম বর্ধমানের এর আসানসোল:- আসানসোলের লোকো স্টেডিয়ামের নিকটবর্তী সেন্ট মেরি গোরেতি স্কুল প্রাঙ্গণে সামাজিক সংগঠন আশা কিরণ-এর উদ্যোগে চারটি ওয়াটার কুলার পিউরিফায়ার বসানো হল। আজ পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিজেপি নেতা কৃষ্ণ প্রসাদ ও আশা শর্মার উপস্থিতিতে এই ওয়াটার কুলারগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে আশা কিরণ সংগঠনের পক্ষ থেকে আশা শর্মা, স্কুলের সিস্টার মুক্তা সহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য ও বিজেপি নেতা কৃষ্ণ প্রসাদ আশা কিরণ সংগঠনের প্রশংসা করে বলেন, আসন্ন গ্রীষ্মের মরসুমে এই উদ্যোগ ছাত্রছাত্রী, শিক্ষক ও স্কুলের কর্মীদের জন্য অত্যন্ত উপকারী হবে। অন্যদিকে সেন্ট মেরি গোরেতি স্কুলের সিস্টার মুক্তা ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে এই চারটি ওয়াটার কুলার পিউরিফায়ার বসানোর জন্য আশা কিরণ সংগঠন এবং বিশেষভাবে আশা শর্মাকে ধন্যবাদ জানান।
    1
    পশ্চিম বর্ধমানের এর আসানসোল:-
আসানসোলের লোকো স্টেডিয়ামের নিকটবর্তী সেন্ট মেরি গোরেতি স্কুল প্রাঙ্গণে সামাজিক সংগঠন আশা কিরণ-এর উদ্যোগে চারটি ওয়াটার কুলার পিউরিফায়ার বসানো হল। আজ পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিজেপি নেতা কৃষ্ণ প্রসাদ ও আশা শর্মার উপস্থিতিতে এই ওয়াটার কুলারগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এই অনুষ্ঠানে আশা কিরণ সংগঠনের পক্ষ থেকে আশা শর্মা, স্কুলের সিস্টার মুক্তা সহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য ও বিজেপি নেতা কৃষ্ণ প্রসাদ আশা কিরণ সংগঠনের প্রশংসা করে বলেন, আসন্ন গ্রীষ্মের মরসুমে এই উদ্যোগ ছাত্রছাত্রী, শিক্ষক ও স্কুলের কর্মীদের জন্য অত্যন্ত উপকারী হবে।
অন্যদিকে সেন্ট মেরি গোরেতি স্কুলের সিস্টার মুক্তা ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে এই চারটি ওয়াটার কুলার পিউরিফায়ার বসানোর জন্য আশা কিরণ সংগঠন এবং বিশেষভাবে আশা শর্মাকে ধন্যবাদ জানান।
    user_S kumar
    S kumar
    Photographer Kanksa, Paschim Bardhaman•
    23 hrs ago
  • আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট, সপ্তাহে পাঁচদিন ব্যাংক পরিষেবা চালু রেখে শনি ও রবিবার ছুটির দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে অফিসার ও কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস। সেইমতো বীরভূমের রামপুরহাটে আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকেই স্টেট ব্যাঙ্ক বন্ধ রেখে ব্যাংকের সামনে ধর্মঘটে বসেন ওই ব্যাংকের কর্মীরা। নেতাজির জন্মদিনের পাশাপাশি সরস্বতী পুজো, মাসের চতুর্থ শনিবার, রবিবারের সাপ্তাহিক ছুটি এবং সাধারণতন্ত্র দিবস। ফলে গত ২৩ জানুয়ারি, শুক্রবার থেকে এমনিতেই ব্যাংক বন্ধ ছিল রাজ্যে। তার মধ্যে আজ, মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মচারীরা। যে কারণে এই নিয়ে টানা পাঁচদিন খুললো না ব্যাংকের দরজা। বিশেষত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ধর্মঘটের প্রভাব পড়েছে সর্বাধিক। ব্যাহত এটিএম পরিষেবাও। বীরভূম সহ রামপুরহাট শহরেও বিভিন্ন স্থানে এদিন সকাল থেকে এটিএমের বন্ধ থাকতে দেখা গিয়েছে। বহু এটিএমে আবার টাকা ছিল না।
    1
    আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট,
সপ্তাহে পাঁচদিন ব্যাংক পরিষেবা চালু রেখে শনি ও রবিবার ছুটির দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে অফিসার ও কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস। সেইমতো বীরভূমের রামপুরহাটে  আজ মঙ্গলবার  সকাল ১০ টা থেকেই স্টেট ব্যাঙ্ক বন্ধ রেখে ব্যাংকের সামনে ধর্মঘটে বসেন ওই ব্যাংকের কর্মীরা।
নেতাজির জন্মদিনের পাশাপাশি সরস্বতী পুজো, মাসের চতুর্থ শনিবার, রবিবারের সাপ্তাহিক ছুটি এবং সাধারণতন্ত্র দিবস। ফলে গত ২৩ জানুয়ারি, শুক্রবার থেকে এমনিতেই ব্যাংক বন্ধ ছিল রাজ্যে। তার মধ্যে আজ, মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মচারীরা। যে কারণে এই নিয়ে টানা পাঁচদিন খুললো না ব্যাংকের দরজা। বিশেষত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ধর্মঘটের প্রভাব পড়েছে সর্বাধিক। ব্যাহত এটিএম পরিষেবাও। বীরভূম সহ রামপুরহাট শহরেও  বিভিন্ন স্থানে এদিন সকাল থেকে এটিএমের বন্ধ থাকতে দেখা গিয়েছে। বহু এটিএমে আবার টাকা ছিল না।
    user_Rampurhat News
    Rampurhat News
    Journalist রামপুরহাট 1, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.